বিদ্যুৎমন্ত্রক
এনটিপিসি, বিদ্যুৎ মন্ত্রকের সাথে সমঝোতা পত্র স্বাক্ষর করল। বিস্তারিত জানাল ২০২০ – ২১ অর্থবছরের লক্ষ্য
प्रविष्टि तिथि:
30 SEP 2020 12:08PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩০শে সেপ্টেম্বর, ২০২০
এনটিপিসি, ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের সঙ্গে সমঝোতা পত্র স্বাক্ষর করল। ২০.০৯.২০২০ তে স্থির করল, ২০২০ – ২১ এর প্রধান লক্ষ্য।
২০২০ – ২১ এর জন্য সর্বশ্রেষ্ঠ শ্রেণিতে প্রধান লক্ষ্যের মধ্যে আছে ৩৪০বিইউ বিদ্যুৎ উৎপাদন, ১৫এমএমটি কয়লা উৎপাদন, ২১,০০০ কোটি টাকার মূলধনী ব্যয় এবং ৯৮,০০০ কোটি টাকার রাজস্ব। সমঝোতা পত্রে অন্যান্য আর্থিক বিষয়ও অন্তর্ভুক্ত হয়েছে।
CG/AP/SFS
(रिलीज़ आईडी: 1660428)
आगंतुक पटल : 159