শিল্পওবাণিজ্যমন্ত্রক

কৃষকদের স্বার্থে কৃষি সংস্কারগুলিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বর্ণনা করলেন শ্রী পীযূষ গোয়েল

Posted On: 30 SEP 2020 5:02PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর, ২০২০

 


কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল কৃষক সমাজের স্বার্থ সুরক্ষায় কৃষি ক্ষেত্রে সংস্কারগুলিকে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে আখ্যা দিয়েছেন। শ্রী গোয়েল আজ ফেডারেশন অফ তেলেঙ্গানা চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক নতুন বিশ্ব-শৃঙ্খল – আত্মনির্ভর ভারত শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। তিনি আরও বলেন, নতুন এই বিশ্ব-শৃঙ্খল ভারতে কৃষি ক্ষেত্রের ঐতিহাসিক প্রেক্ষাপটকেই বদলে দেবে। এমনকি, আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে কৃষি ক্ষেত্রে সংস্কারমূলক পদক্ষেপগুলি কৃষক সমাজের আয় ও তাঁদের উৎপাদনশীলতা বাড়াবে। কৃষি ক্ষেত্রের দরজা বেসরকারি সংস্থাগুলির অংশগ্রহণের জন্য আরও সম্প্রসারিত করার প্রসঙ্গে শ্রী গোয়েল বলেন, এর ফলে, কৃষকদের ক্ষমতায়নে একাধিক পথ বেরিয়ে আসবে। এছাড়াও, কৃষকরা ন্যূনতম সহায়ক মূল্যের সুবিধা নিয়ে দেশের যে কোনও বাজারে উৎপাদিত ফসল বিক্রির স্বাধীনতা পাবেন।


আত্মনির্ভর ভারত প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই উদ্যোগ সমগ্র বিশ্বের কাছে ভারতের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হওয়ার পথ প্রশস্ত করেছে। বিশ্ব সমাজের অংশগ্রহণের ফলে, ভারত একদিকে যেমন আধুনিক প্রযুক্তি প্রয়োগের সুযোগ-সুবিধা পাবে। অন্যদিকে, তেমনি সারা দেশে আরও ভালো পরিষেবা দেওয়া সম্ভব হয়ে উঠবে। তিনি বলেন, “আমরা দেশীয় শিল্পের প্রসারে প্রযুক্তিকে আরও বেশি প্রয়োগ করতে পারবো। আত্মনির্ভর ভারত গঠন এবং ভোকাল ফর লোকাল প্রয়াসগুলিকে আরও নিবিড় করতে আমাদের উচ্চাকাঙ্খী পরিকল্পনাগুলি ভবিষ্যতের দিশা পাবে। এমনকি, ভারতে অনুকূল আর্থিক ব্যবস্থার এমন এক বাতাবরণ গড়ে উঠবে, যেখানে দেশে গুণগতমানের পণ্য উৎপাদিত হবে এবং এর ওপর ভিত্তি করেই আমরা আত্মনির্ভর দেশে পরিণত হবো”।


শ্রী গোয়েল ভারতীয় অর্থ ব্যবস্থার আদল বদলাতে শিল্পপতি ও ব্যবসয়ীদের একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, এর ফলে, আমাদের অর্থ ব্যবস্থা প্রকৃত পক্ষেই আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে, যা নিঃসন্দেহে ভারতের প্রাপ্য। তিনি বলেন, “আসুন, আমরা সবাই মিলে ভারতকে এমন এক রাষ্ট্রে পরিণত করি, যার প্রতি সমগ্র বিশ্ব আমাদের আস্থার চোখে বিশ্বস্ত অংশীদার হিসাবে দেখবে। আমাদের সুস্থায়ী পরিকাঠামো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সম্মিলিত প্রয়াস আরও জোরদার করতে হবে, যাতে আমরা প্রতিযোগিতাপূর্ণ এই বিশ্বে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারি”।

 



CG/BD/SB



(Release ID: 1660414) Visitor Counter : 112