আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

এনসিআরপিবি-র ৫৯তম পিএসএমজি-I বৈঠকে ৬টি প্রকল্পের

Posted On: 30 SEP 2020 3:07PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩০ সেপ্টেম্বর, ২০২০

 

 

    প্রকল্পের অগ্রগতি, পর্যবেক্ষণ ও প্রশাসনিক পরিচালন ক্ষেত্রে স্বচ্ছতা এবং  দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্প পরিচালন তথ্য ব্যবস্থাপনা ক্ষেত্রে ডিজিটাল/মোবাইল প্রযুক্তিকে যুক্ত  করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানালেন কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের সচিব শ্রী দুর্গাশঙ্কর মিশ্র। নতুন দিল্লীতে জাতীয় রাজধানী অঞ্চলে পরিকল্পনা পর্ষদ (এনসিআরপিবি) প্রকল্প পরিচালন, তথ্য ব্যবস্থাপনার সূচনা অনুষ্ঠানে একথা জানান তিনি। শ্রী মিশ্র বলেন, কোভিড-১৯এর মতো এমন এক কঠিন পরিস্থিতিতে এই পোর্টালটি চালু করা হচ্ছে যেখানে প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রকের অতিরিক্ত সচিব সহ এনসিআরপিবি-র আধিকারিক এ জাতীয় রাজধানী অঞ্চলের উচ্চপদস্থ কর্মকর্তারা।

    মন্ত্রকের সচিব শ্রী দূর্গাশঙ্কর মিশ্রের পৌরহিত্যে গত সোমবার ৫৯তম পিএসএমজি-Iএর বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ৬টি প্রকল্পের জন্য ব্যয় বরাদ্দ করা হয়েছে  ৩৮৯.২২ কোটি টাকা। সেই টাকা মঞ্জুর হয়েছে। এই প্রকল্পগুলির মধ্যে ৪টি পরিবহন ক্ষেত্রের সঙ্গে যুক্ত। এরজন্য খরচ ধরা হয়েছে ১৪৯.৩১ কোটি টাকা। রাজস্থানের আরআরভিপিএন-এর ১ নম্বর বিদ্যুৎ প্রকল্পের জন্য ৩১.৫৮ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। পাতিয়ালা উন্নয়ন কর্তৃপক্ষের নদী পুনরুজ্জীবন প্রকল্পে ২০৮.৩৩ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। 

    এছাড়াও ৩৬০টি পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য এ পর্যন্ত খরচ ধরা হয়েছে ৩১ হাজার ৪৬৪ কোটি টাকা, যারমধ্যে ১৫ হাজার ১০৫ কোটি টাকা ঋণ হিসেবে মঞ্জুর করা হয়েছে। ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত পর্ষদ ১২ হাজার ৪৪১ কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে। 

    কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের আওতাধীন স্বশাসিত সংস্থা হল জাতীয় রাজধানী অঞ্চলিক পরিকল্পনা পর্ষদ (এনসিআরপিবি)। এই পর্ষদ জাতীয় রাজধানী অঞ্চলে উন্নয়ন পরিকল্পনা তৈরি করে থাকে এবং সেই পরিকল্পনার অগ্রগতি, পর্যবেক্ষণ ও সমন্বয় সাধন করে থাকে। 

 

 

CG/SS /NS


(Release ID: 1660411) Visitor Counter : 147