আয়ুষ

কোভিড-১৯ সংকট আয়ুষ চিকিৎসা ব্যবস্থায় গবেষণা সংস্কৃতিকে উদ্বুদ্ধ করেছে

प्रविष्टि तिथि: 30 SEP 2020 12:23PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩০ সেপ্টেম্বর, ২০২০

 

 

কোভিড-১৯ মহামারী আয়ুষ চিকিৎসা ব্যবস্থার স্বাস্থ্য রক্ষা এবং রোগ প্রতিরোধের বিষয়ে চর্চা বাড়িয়েছে। কিন্তু যে বিষয়টি অগোচরে থেকে গেছে সেটি হল আয়ুষ চিকিৎসা ব্যবস্থায় দেশজুড়ে প্রমাণ ভিত্তিক গবেষণা চলছে।  

ক্লিনিক্যাল ট্রায়াল রেজিস্ট্রি অফ ইন্ডিয়া (সিটিআরআই) সূত্রে জানা গেছে কোভিড-১৯এর জন্য যেসব নিবন্ধীকৃত পরীক্ষামূলক উদ্যোগ ১লা মার্চ থেকে ২৫শে জুন পর্যন্ত নেওয়া হয়েছে তার মধ্যে আর্য়ুবেদ চিকিৎসা ব্যবস্থায় ৫৮টি প্রয়াস গ্রহণ করা হয়েছে।    

সিটিআরআই-তে আগস্ট মাসে প্রাপ্ত তথ্য অনুসারে ২০৩টি পরীক্ষামূলক উদ্যোগ নিবন্ধীকরণের কাজ হয়েছে। এর মধ্যে ৬১.৫ শতাংশ আয়ুষ চিকিৎসা ব্যবস্থার আওতাধীন। ‘জার্নাল অফ রিসার্চ ইন আর্য়ুবেদিক সায়েন্সেস’ এই বইটিতে ‘আর্য়ুবেদ রিসার্চ স্টাটিজ অন কোভিড-১৯ রেজিস্টার্ড ইন সিটিআরআই : আ ক্রিটিকাল অ্যাপ্রেইজাল’ নিবন্ধে আয়ুষ চিকিৎসা ব্যবস্থায় গবেষণা সংস্কৃতি বৃদ্ধির বিষয়টিতে আলোকপাত করা হয়েছে।   

সিটিআরআই সূত্রে জানা গেছে আর্য়ুবেদ এবং কোভিড-১৯ সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে ৭০ শতাংশই সরকারি উদ্যোগে নেওয়া হয়েছে। এই পরীক্ষা-নিরীক্ষাগুলি গবেষকদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছে যার মাধ্যমে তারা কোভিড-১৯এর মোকাবিলায় আর্য়ুবেদের ব্যবহার নিয়ে পরবর্তী নীতি কৌশল তৈরি করতে পারবেন। এই পরীক্ষা-নিরীক্ষাগুলি শেষ হলে প্রকাশিত নিবন্ধের মাধ্যমে নীতি নির্ধারকরা জনস্বাস্থ্যের ক্ষেত্রে আয়ুষ চিকিৎসা ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে একটি ধারণা পাবেন। একইসঙ্গে আন্তর্জাতিক স্তরে বৈজ্ঞানিকরাও ভারতে কোভিড-১৯এর মোকাবিলায় আর্য়ুবেদ চিকিৎসার মাধ্যমে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পর্কে জানতে পারবেন। এর ফলে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে যৌথভাবে পরীক্ষা-নিরীক্ষা করার সম্ভাবনা তৈরি হবে। 

এই পরীক্ষা-নিরীক্ষাগুলির মধ্যে ৫৮টি নিবন্ধীকৃত উদ্যোগের তথ্য পাওয়া গেছে যেখানে ৫২টি (৮৯.৬৬ %) হস্তক্ষেপমূলক উদ্যোগ এবং ৬টি (১০.৩৪%) নিরীক্ষণমূলক উদ্যোগ। এই পরীক্ষার ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় প্রাপ্ত বয়স্কদের ওপর পরীক্ষা চালানো হয়েছে। ৫৩টি পরীক্ষায় (৯১.৩৮%) ১৮ বছরের উর্দ্ধে অংশগ্রহণকারীদের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। মাত্র ৫টি ক্ষেত্রে (৮.৬২%) ১৮ বছরের কম বয়সিদের ওপর পরীক্ষা চালনা হয়েছে। সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আর্য়েবেদিক সায়েন্সেসের গবেষকরা কোভিড-১৯এর প্রতিরোধে বিস্তারিতভাবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে জানিয়েছেন। এছাড়াও নিবন্ধীকরণের তারিখ এবং কবে থেকে পরীক্ষা শুরু হয়েছে, কাদের কাদের ওপর পরীক্ষা করা হয়েছে সেসব তথ্যের ওপর নজর রাখা হচ্ছে। সিটিআরআই-এর পয়লা মার্চ থেকে ২৫শে জুন পর্যন্ত প্রাপ্ত তথ্যের সাহায্যে এই বিষয়ে নজর রাখা হচ্ছে। 

এই ক্ষেত্রে নিবন্ধীকৃত পরীক্ষা-নিরীক্ষার বৃদ্ধি পাওয়ায় আয়ুষ চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে সমসাময়িক বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এর ফলে দেশে জনস্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আয়ুষ ব্যবস্থায় চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।  

 

 

CG/CB /NS


(रिलीज़ आईडी: 1660330)
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , Hindi , Assamese , Manipuri , Punjabi , Tamil , Telugu , Malayalam