স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ তথ্য
Posted On:
26 SEP 2020 1:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর, ২০২০
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮৫,৩৬২ জন। ১০টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নতুন করে ৭৫ শতাংশ করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে।
করোনা সংক্রমিত রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ১৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর রয়েছে কর্ণাটক। সেখানে ৮ হাজার মানুষ নতুন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্ধ্রপ্রদেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার মানুষ।
গত ২৪ ঘন্টায় ১,০৮৯ জনের করোনায় মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় ১০টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলে মৃত্যুর হার ৮৩ শতাংশ। মহারাষ্ট্রে ৪১৬ জনের মৃত্যু হয়েছে। কর্ণাটকে ৮৬ এবং উত্তরপ্রদেশে ৮৪ জনের করোনায় মৃত্যু হয়েছে। ১৭টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতি ১০ লক্ষে আক্রান্তের সংখ্যা জাতীয় গড়ের থেকে কম। এমনকি, ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতি ১০ লক্ষে মৃত্যুর সংখ্যা জাতীয় গড়ের তুলনায় কম। সরকার, দেশ জুড়ে করোনা নমুনা পরীক্ষা পরিকাঠামো জোরদার করেছে। আজ পর্যন্ত দেশে ১,০৮৬টি সরকারি এবং ৭৩৭টি বেসরকারি পরীক্ষাগারে করোনা পরীক্ষার কাজ চলছে।
ভারতে প্রতিদিন ১৪ লক্ষেরও বেশি করোনা পরীক্ষার করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১৩ লক্ষ ৪১ হাজার ৫৩৫টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে মোট ৭ কোটি ২ লক্ষ ৬৯ হাজার ৯৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
করোনা পরীক্ষা জোরদার করার ফলে করোনা সংক্রমিত রোগীদের চিহ্নিতকরণের কাজে সুবিধা হচ্ছে। এর ফলে, প্রাথমিক অবস্থাতেই করোনা আক্রান্ত রোগীদের সনাক্তকরণ সম্ভব হচ্ছে। এতে করোনা সংক্রমণের হার ক্রমশই কমছে। ভারতে প্রতি ১০ লক্ষে ৫০,৯২০ জনের নমুনা পরীক্ষার কাজ চালানো হচ্ছে।
CG/SS/DM
(Release ID: 1659338)
Visitor Counter : 205