সারওরসায়নমন্ত্রক
তরলীকৃত মেডিকেল অক্সিজেন এবং মেডিকেল অক্সিজেন সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে এনপিপিএ কার্যকরী ভূমিকা পালন করছে
Posted On:
26 SEP 2020 12:31PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর, ২০২০
কোভিড-১৯ মহামারীর বর্তমান পরিস্থিতির জেরে দেশে মেডিকেল অক্সিজেনের চাহিদা ক্রমশই বেড়েছে। তাই, এর সহজলভ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি বেশিরভাগই একে অন্যের ওপর মেডিকেল অক্সিজেনের সরবরাহের ক্ষেত্রে নির্ভরশীল। মেডিকেল অক্সিজেনের চাহিদা প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে। আগে প্রতিদিন ৭৫০ এমটি মেডিকেল অক্সিজেনের প্রয়োজন হত। এখন প্রতিদিন তা বেড়ে দাঁড়িয়েছে ২,৮০০ এমটি। এর ফলে, উৎপাদন এবং সরবরাহ শৃঙ্খলের মধ্যে প্রভাব পড়েছে। মেডিকেল অক্সিজেন উৎপাদন এবং ফিলার প্রস্তুতকারকরা মেডিকেল অক্সিজেনের দাম তিনগুণ পর্যন্ত বৃদ্ধি করেছে। তাই এবিষয়ে সরকারকে হস্তক্ষেপ করতে হয়েছে। এই মহামারী পরিস্থিতিতে মেডিকেল অক্সিজেনের নিরবচ্ছিন্ন সরবরাহে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অক্সিজেন ইনহেলেশন (মেডিকেল গ্যাস)-কে জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাভুক্ত করা হয়েছে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) প্রতি কিউবিক মিটার মেডিকেল অক্সিজেনের দাম ১৭.৪৯ টাকা নির্ধারণ করেছে। তবে, তরলীকৃত মেডিকেল অক্সিজেনের দামের ওপর কোনও নিয়ন্ত্রণ না থাকায় উৎপাদক সংস্থাগুলি মেডিকেল অক্সিজেনের দাম বাড়িয়ে দিয়েছে। কোভিড-১৯ পরিস্থিতিতে মেডিকেল অক্সিজেনের ব্যবহার ১০ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশে পৌঁছেছে। কিন্তু, সেই তুলনায় সরবরাহ অপ্রতুল। এক্ষেত্রে সারা দেশে মেডিকেল অক্সিজেনের সহজলভ্যতা অত্যন্ত আবশ্যক।
অক্সিজেনের মূল্য নির্ধারণ সহ নানা সমস্যার সমাধানে ভারত সরকার দুটি বিশেষ ক্ষমতাসম্পন্ন গোষ্ঠী গঠন করেছে। ন্যায়সঙ্গত দামে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ নিশ্চিত করার জন্য এনপিপিএ কার্যকরী ভূমিকা গ্রহণ করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক এই পরিস্থিতি মোকাবিলায় গত ২৩ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তিও জারি করেছে। মেডিকেল অক্সিজেন সিলিন্ডারের সহজলভ্যতা এবং তার মূল্য নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। গতকাল এ বিষয়ে এনপিপিএ জরুরি ভিত্তিতে একটি বৈঠকে বসে। তরলীকৃত মেডিকেল অক্সিজেনের দাম জিএসটি বাদ দিয়ে প্রতি কিউবিক মিটারে ১৫.২২ টাকা হারে উৎপাদনকারীদের তরফে বিক্রির জন্য নির্ধারিত করা হয়েছে। একইভাবে, মেডিকেল অক্সিজেন সিলিন্ডারের দাম জিএসটি বাদ দিয়ে প্রতি কিউবিক মিটারে ২৫.৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, রাজ্য সরকারগুলির চুক্তি অনুযায়ী নির্ধারিত দামে ক্রেতাদের সুবিধার্থে অক্সিজেন কিনতে পারবে। এর পাশাপাশি, দূরবর্তী এবং জেলার অভ্যন্তরে উপভোক্তাদের প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সুনিশ্চিত করতে হবে।
CG/SS/DM
(Release ID: 1659335)
Visitor Counter : 1887