প্রতিরক্ষামন্ত্রক

প্রতিরক্ষা শিল্পের বিশ্বব্যাপী প্রচারের জন্য সহযোগী অংশিদারিত্বের বিষয়ে ইজরায়েলের সঙ্গে ওয়েবিনার : ২৪শে সেপ্টেম্বর ওয়েবিনার এবং এক্সপো অনুষ্ঠিত

प्रविष्टि तिथि: 25 SEP 2020 9:33AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০২০
 
 
 
 
বৃহস্পতিবার ভারত ও ইজরায়েলের মধ্যে একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। এই ওয়েবিনারের বিষয় ভাবনা হল “সহযোগী অংশিদারিত্বের জন্য ভারতীয় প্রতিরক্ষা শিল্পের বিশ্বব্যাপী প্রচার : ওয়েবিনার এবং এক্সপো”। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সংস্থার উদ্যোগে এই ওয়েবিনার ও এক্সপোর আয়োজন করা হয়। 
 
ওয়েবিনারের প্রথম পর্যায়ে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বৃদ্ধি এবং আগামী ৫ বছরে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির লক্ষ্যমাত্রা ৫ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যে বন্ধুত্বপূর্ণ দেশগুলির সঙ্গে আলাপ আলোচনার বিষয়ের ওপর আলোকপাত করা হয়।
 
উভয় দেশের প্রতিরক্ষা সচিব এবং প্রতিরক্ষা মন্ত্রকের অন্যান্য অধিকারিকরা এই ওয়েবিনারে অংশ নেন। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা। 
 
ওয়েবিনারে ভারত ও ইজরায়েলের মধ্যে প্রতিরক্ষা শিল্প সহযোগিতা বিষয়ক উপকার্যকরি গোষ্ঠী (এসডাব্লুজি) তৈরির কথা ঘোষণা করা হয়। এই এসডাব্লুজি-র মূল লক্ষ্যই হল – প্রযুক্তি, উন্নয়ন, উৎপাদন, কৃত্তিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনের মত বিষয়গুলি নিয়ে বন্ধুত্বপূর্ণ দেশগুলির সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাওয়া এবং যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি।
 
ওয়েবিনারে কল্যাণী গ্রুপ এবং রাফেল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমে মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। 
 
অনুষ্ঠানে প্রতিরক্ষা সচিব ডঃ অজয় কুমার এসআইডিএম-কেপিএমজি বিষয়ক একটি গবেষণাপত্র প্রকাশ করেন। 
 
ওয়েবিনারে ৩০০ জনেরও বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন। এই এক্সপোতে ৯০টি প্রদর্শনী স্টল ভার্চুয়াল মাধ্যমে তুলে ধরা হয়।
 
 
 
 
CG/SS/SKD

(रिलीज़ आईडी: 1659196) आगंतुक पटल : 278
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Tamil