স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড সংক্রমিতদের আরোগ্যের হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে, ইতিমধ্যেই ৪৭.৫ লক্ষের বেশি সংক্রমিত কোভিড মুক্ত হয়েছেন
মোট সুস্থ হয়ে ওঠার ৭৩ শতাংশই ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের
प्रविष्टि तिथि:
25 SEP 2020 4:16PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৫ সেপ্টেম্বর, ২০২০
ভারতে গত ২৪ ঘন্টায় প্রায় ১৫ লক্ষ নমুনার পরীক্ষা করা হয়েছে। একইসঙ্গে সংক্রমিতদের সুস্থ হয়ে ওঠার হারও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় ৮১ হাজার ১১৭ জন সংক্রমিত সুস্থ হয়ে উঠেছেন। দেশে এ পর্যন্ত মোট ৪৭ লক্ষ ৫৬ হাজার ১৬৪ জন আরোগ্যলাভ করেছেন।
মোট চিকিৎসাধীন সংক্রমিতের থেকে ৩৭ লক্ষ ৮৬ হাজার ৪৮ জন বেশী সুস্থ হয়ে উঠেছেন। এই মুহুর্তে ৯ লক্ষ ৭০ হাজার ১১৬ জন চিকিৎসাধীন। আজকের হিসেবে সুস্থতার হার ৮১.৭৪% । মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, ওড়িশা, দিল্লী, কেরালা, পশ্চিমবঙ্গ এবং আসাম- এই ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে কোভিড মুক্তদের ৭৩ শতাংশ বসবাস করেন। মহারাষ্ট্রে একদিনে ১৭ হাজারের বেশি সংক্রমিত সুস্থ হয়েছেন౼সারা দেশের নিরিখে যা সর্বাধিক। অন্ধ্রপ্রদেশে ৮ হাজারের বেশি একদিনে আরোগ্য লাভ করেছেন।
গত ২৪ ঘন্টায় দেশে ৮৬ হাজার ৫২ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। নতুন করে সংক্রমনের মোট ৭৫ শতাংশ ঘটনা ঘটেছে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। মহারাষ্ট্রে ১৯ হাজারের বেশি এবং অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের ৭ হাজারের বেশি সংক্রমিত হয়েছেন।
গত ২৪ ঘন্টায় ১ হাজার ১৪১ জন মারা গেছেন। এদের মধ্যে ৮৩ শতাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে ৪০ শতাংশই মহারাষ্ট্রের। এই রাজ্যে ৪৫৯ জন, পাঞ্জাবে ৭৬ জন এবং উত্তরপ্রদেশে ৬৭ জন মারা গেছেন।
CG/CB/NS
(रिलीज़ आईडी: 1659182)
आगंतुक पटल : 225