স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে পরপর ছয়দিন নতুন করে আক্রান্তের তুলনায় উচ্চহারে আরোগ্য লাভের প্রবণতা অব্যাহত রয়েছে



১৩টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি

১০টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সদ্য আরোগ্য লাভের হার ৭৪ শতাংশ

Posted On: 24 SEP 2020 11:12AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর, ২০২০
 
 
 
 
সুচিন্তিত কৌশল এবং নাগরিক-কেন্দ্রিক কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভারতে করোনায় আক্রান্তের ক্ষেত্রে আরোগ্য লাভের সংখ্যায় অপ্রত্যাশিত অগ্রগতি হচ্ছে।
 
দেশে গত ছয়দিনে নতুন করে আক্রান্তের সংখ্যার তুলনায় সুস্থতার সংখ্যা ছাপিয়ে গেছে। এই সাফল্যের পেছনে রয়েছে নমুনা পরীক্ষায় আগ্রাসী মনোভাব, আক্রান্তদের খুঁজে বের করা, উপযুক্ত চিকিৎসা পরিষেবা এবং আক্রান্তদের ওপর নজরদারি ব্যবস্থা। গতকাল সাতটি সর্বাধিক প্রভাবিত রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে পর্যালোচনা বৈঠকে স্বয়ং প্রধানমন্ত্রী এই বিষয়গুলির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
 
দেশে গত ২৪ ঘন্টায় ২৭,৩৭৪ জন আরোগ্য লাভ করেছেন। অন্যদিকে, নতুন করে আক্রান্তের সংখ্যা ৮৬,৫০৮। এর ফলে, এখনও পর্যন্ত মোট আরোগ্য লাভের সংখ্যা ৪৬ লক্ষ ৭৪ হাজার ৯৮৭। সুস্থতার হার বেড়ে হয়েছে ৮১.৫৫ শতাংশ। 
 
ভারতে নতুন করে আক্রান্তের তুলনায় আরোগ্য লাভের সংখ্যা নিরন্তর বৃদ্ধি পাওয়ার দরুণ নিশ্চিতভাবে করোনায় আক্রান্তের সংখ্যা এবং সুস্থতার মধ্যে ফারাক ক্রমাগত আরও দীর্ঘায়িত হচ্ছে। নিশ্চিতভাবে মোট আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৬৬ হাজার ৩৮২-র তুলনায় আরোগ্য লাভের সংখ্যা ৩৭ লক্ষের বেশি বেড়ে হয়েছে ৪৬ লক্ষ ৭৪ হাজার ৯৮৭। এমনকি, মোট আক্রান্তের সংখ্যার নিরিখে নিশ্চিত করোনায় আক্রান্তের হার কেবল ১৬.৮৬ শতাংশ। এই প্রবণতা অব্যাহত রেখে নিশ্চিত করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে। জাতীয় স্তরে ১৩টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে আক্রান্তের তুলনায় আরোগ্য লাভের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। 
 
১০টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে আরোগ্য লাভ করেছেন প্রায় ৭৪ শতাংশ। কেবল মহারাষ্ট্র থেকেই গত ছয়দিনে আরোগ্য লাভ করেছেন ১৯,৪৭৬ জন বা ২২.৩ শতাংশ রোগী। 
 
হাসপাতালগুলিতে মেডিকেল অক্সিজেনের যোগান এবং অন্যান্য চিকিৎসাগত সুযোগ-সুবিধার বিভিন্ন দিক নিয়ে নিয়মিতভাবে উচ্চ পর্যায়ের পর্যালোচনা করা হচ্ছে। কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রয়াস গ্রহণের ফলে ভারতে উচ্চহারে সুস্থতার হার অব্যাহত রয়েছে এবং মৃত্যু হার ক্রমশ কমছে।
 
ই-সঞ্জীবনী ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবস্থার মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে, রোগী ও তাঁদের পরিবারকে টেলি-মেডিসিন পরিষেবা দেওয়া হচ্ছে। এর ফলে, কোভিড-বহির্ভূত জরুরি চিকিৎসা ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ সময়মতো মিলছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক নতুন দিল্লির এইমস প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের হাসপাতালগুলিতে আইসিইউ বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসকদের দক্ষতার মান বাড়ানোর জন্য জাতীয় স্তরে কোভিড-১৯ মোকাবিলায় ই-আইসিইউ কর্মসূচি পরিচালনা করে আসছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে সপ্তাহের মঙ্গল ও শুক্রবার চিকিৎসকদের সঙ্গে নিয়ে টেলি-পরামর্শ আয়োজন করা হচ্ছে। এখনও পর্যন্ত ২৮টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের ২৭৮টি হাসপাতালে ই-আইসিইউ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
 
 
 
 
CG/BD/DM


(Release ID: 1658723) Visitor Counter : 172