আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের আওতায় ১৫ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে

Posted On: 24 SEP 2020 1:22PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৪ সেপ্টেম্বর, ২০২০

 

 

    প্রধানমন্ত্রী রাস্তার হকারদের আত্মনির্ভর নিধি (পিএম স্বনিধি) প্রকল্পের আওতায় ১৫ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। এরমধ্যে সাড়ে ৫ লক্ষেরও বেশি আবেদনকারীর ঋণ মঞ্জুর  হয়েছে এবং প্রায় ২ লক্ষ আবেদনকারীকে ঋণ বিতরণ করা হয়েছে। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক কোভিড-১৯ পরবর্তী সময়ে ৫০ লক্ষ রাস্তার হকারের সাহায্যার্থে পুনরায় ব্যবসা শুরু করার সুবিধার্থে  কোন রকম বন্ধকী ছাড়াই মূলধনী ঋণ প্রদানের জন্য প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প চালু করেছে।   

    ঋণ অনুমোদন প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য এবং ঋণদাতাদের কাজ সহজ করে তুলতে আবেদনগুলি সরাসরি ব্যাঙ্কের শাখায় জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরফলে পছন্দসই ঋণদাতাকে ঋণ দেওয়ার সুযোগ থাকবেনা। আবেদনকারী হকারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি  ঋণের টাকা পৌঁছে যাবে। এতে ঋণ গ্রহণকারীর সংখ্যাও যেমন বাড়বে তেমনই ঋণ বিতরণের জন্য সময় হ্রাস পাবে।

    এই প্রক্রিয়ার সুবিধার্থে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে, যা চলতি বছরের ১১ই সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এই প্রক্রিয়ায় প্রায় ৩ লক্ষ আবেদন জমা পড়েছে ব্যাঙ্কের কাছে। এই ব্যবস্থাপনার মাধ্যমে এবং প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের সাহায্যে রাস্তার হকারদের ঋণ প্রদানের মাধ্যমে আত্মনির্ভরতার পথ প্রশস্ত হবে বলে আশা করা যাচ্ছে। 

 

 

CG/SS/NS



(Release ID: 1658703) Visitor Counter : 244