মানবসম্পদবিকাশমন্ত্রক

রাজ্যসভায় আজ ২০২০র ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইনফরর্মেশন টেকনোলজি আইন (সংশোধনী) বিল পাশ হয়েছে

Posted On: 22 SEP 2020 3:21PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২২ সেপ্টেম্বর, ২০২০

 

 

        রাজ্যসভা আজ ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইনফরর্মেশন টেকনোলজি আইন (সংশোধনী) বিল ২০২০ পাশ করেছে। দেশে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় জ্ঞান অর্জনের জন্য কেন্দ্র ২০১৪ সালে দ্য ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইনফরর্মেশন টেকনোলজি আইন এবং ২০১৭ সালে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইনফরর্মেশন টেকনোলজি (সরকারি-বেসরকারী অংশীদারিত্ব) আইন পাশ করেছিল। ২০২০র ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইনফরর্মেশন টেকনোলজি আইন (সংশোধনী) বিল লোকসভায় ২০শে মার্চ অনুমোদিত হয়েছে।    

        কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এই আইন পাশের বিষয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি উচ্চকক্ষের সদস্যদের এই বিলে সমর্থন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।  

        এই বিল পাশের ফলে সুরাট, ভুপাল, ভাগলপুর, আগরতলা এবং রায়চুড়ের ৫টি আইআইআইটি-তে সরকারী বেসরকারী অংশীদারিত্বের মাধ্যমে কাজের সুযোগ দেওয়া হবে এবং এই প্রতিষ্ঠানগুলিতে বাকি ১৫টি আইআইআই-টির মতোই জাতীয় উৎকর্ষ প্রতিষ্ঠানের মর্যাদা পাবে। এছাড়াও এই প্রতিষ্ঠানগুলি তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে উন্নত গবেষণা করতে পারবে।

        ২০টি নতুন আইআইআইটি সরকারি বেসরকারী অংশীদারিত্বে গড়ে তোলার জন্য ২০১০র ২৬শে নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছিল। ১৫টি আইআইআইটি ২০১৭ সালের আইন অনুসারে কাজ করছিল। এখন বাকি ৫টি প্রতিষ্ঠানও একইভাবে কাজ করবে। এই প্রতিষ্ঠানগুলির বি-টেক, এম-টেক অথবা পিএইচটি ডিগ্রি,  বিশ্ববিদ্যালয় বা জাতীয় উৎকর্ষ প্রতিষ্ঠানের মতোই সমান মর্যাদা পাবে।

        শিল্প এবং অর্থনীতির চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই প্রতিষ্ঠানগুলি থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা দক্ষ প্রযুক্তির মানব সম্পদের চাহিদা মেটাতে পারবে। সুরাটের প্রতিষ্ঠানটির জন্য গুজরাট, ভুপালের প্রতিষ্ঠানটির জন্য মধ্যপ্রদেশ, ভাগলপুরের জন্য বিহার, আগরতলার জন্য ত্রিপুরা এবং রায়চুড়ের জন্য কর্ণাটক উপকৃত হবে। প্রতিটি প্রতিষ্ঠান লিঙ্গ, বর্ণ, আর্থ-সামাজিক পরিস্থিতি, ভিন্নভাবে সক্ষম সহ সর্বস্তরের ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে।  

 

 

CG/CB/NS


(Release ID: 1657962) Visitor Counter : 196