প্রধানমন্ত্রীরদপ্তর
রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ
Posted On:
22 SEP 2020 12:18PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২০
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন।
এই উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, মানব ইতিহাসে প্রথমবার সমগ্র বিশ্বের জন্য ৭৫ বছর আগে একটি প্রতিষ্ঠানের গোড়াপত্তন হয়েছিল। সেইসঙ্গে, যুদ্ধের বিভীষিকাকে দূরে সরিয়ে এক নতুন আশাও সঞ্চারিত হয়েছিল। তিনি আরও বলেন, রাষ্ট্রসঙ্ঘ সনদের এক প্রতিষ্ঠাতা স্বাক্ষরকারী দেশ হিসেবে ভারত রাষ্ট্রসঙ্ঘের সেই মহান উদ্দেশ্যগুলিকেই প্রতিফলিত করে যার মমার্থ হল 'বসুধৈব কুটুম্বকম' বা সমগ্র বিশ্বই এক পরিবার।
রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষা অভিযান সহ সার্বিক কল্যাণ ও অগ্রগতির স্বার্থে যাঁরা ব্রতী হয়েছিলেন তাঁদের প্রতি যথার্থ শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রসঙ্ঘের জন্যই বর্তমান বিশ্ব আমাদের কাছে বাসযোগ্য হয়ে উঠেছে। আজ রাষ্ট্রসঙ্ঘ ঘোষণাপত্র গ্রহণ করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যদিও এখনও পর্যন্ত অনেক সাফল্য মিলেছে, তথাপি প্রকৃত উদ্দেশ্য পূরণ হয়নি। আজ যে সুদূরপ্রসারী প্রভাবদায়ী ঘোষণাপত্র গৃহীত হচ্ছে, তা সেই সমস্ত বিষয়কেই প্রতিফলিত করে যেগুলি এখনও আমাদের করণীয় হয়ে রয়েছে। দ্বন্দ্ব নিরসন, উন্নয়ন সুনিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, অসমতা দূরীকরণ এবং ডিজিটাল প্রযুক্তিগুলির প্রয়োগ এই ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। এমনকি, ঘোষণাপত্রে স্বীকার করা হয়েছে যে, রাষ্ট্রসঙ্ঘের আশু সংস্কারেরও প্রয়োজন রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সুসংবদ্ধ সংস্কার ছাড়া রাষ্ট্রসঙ্ঘ আস্থার সঙ্কটের সম্মুখীন এবং বর্তমান চ্যালেঞ্জগুলির পুরনো কাঠামো দিয়ে মোকাবিলা সম্ভব নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, আজকের আন্তঃসংযুক্ত বিশ্বে আমাদের এক সংস্কারসাধিত বহুক্ষেত্রীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এই ব্যবস্থা এমন হবে যেখানে বর্তমানের সমস্ত প্রাসঙ্গিক বিষয় প্রতিফলিত হবে; সংশ্লিষ্ট সকল পক্ষ এ বিষয়ে তাদের মতামত জানাবে; সমসাময়িক চ্যালেঞ্জগুলি দূর করা সম্ভব হবে এবং মানবকল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ভারত এই লক্ষ্যে সমস্ত দেশের সঙ্গে একযোগে কাজ করতে আশাবাদী।
CG/BD/DM
(Release ID: 1657723)
Visitor Counter : 258
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam