রাষ্ট্রপতিরসচিবালয়

আসুন আমরা জম্মু-কাশ্মীরকে পৃথিবীর স্বর্গে পরিণত করি, ভারত মাতৃকার মুকুটে গৌরবময় রত্ন হিসেবে গড়ে তুলি : রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

Posted On: 20 SEP 2020 1:17PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২০ সেপ্টেম্বর, ২০২০

 


জম্মু-কাশ্মীরকে জ্ঞান, উদ্যোগ, উদ্ভাবন এবং দক্ষতা বিকাশের কেন্দ্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন করা প্রয়োজন বলে জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। জম্মু-কাশ্মীরে জাতীয় শিক্ষা নীতি কার্যকর করার বিষয়ে আয়োজিত এক সম্মেলনে একথা জানান তিনি। রাষ্ট্রপতি ভিডিও বার্তার মাধ্যমে সম্মেলনে ভাষণ দেন। উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ এবং জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর।


রাষ্ট্রপতি বলেন, জাতীয় শিক্ষা নীতি বাস্তবায়নের মাধ্যমে এই স্বর্গকে জ্ঞান, উদ্ভাবন ও শিক্ষার কেন্দ্র বিন্দু হিসেবে গড়ে তোলার জন্য সকলকেই প্রয়াস চালাতে হবে। এপ্রসঙ্গে তিনি জম্মু-কাশ্মীরকে ফের আরও একবার ভারত মাতৃকার মুকুটে গৌরবময় রত্ন এবং পৃথিবীর স্বর্গ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। জম্মু-কাশ্মীরের সমৃদ্ধশালী ঐতিহ্য ক্ষেত্রে শিক্ষার পরম্পরা প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাষ্ট্রপতি জানান, প্রাচীন কাল থেকেই জম্মু ও কাশ্মীর সাহিত্য ও শিক্ষার কেন্দ্রবিন্দু ছিলো। এপ্রসঙ্গে কলহনের রাজতরঙ্গিনী এবং মহাজান বৌদ্ধ ধর্মের উদ্ধৃতিগুলি তুলে ধরেন তিনি।


জাতীয় শিক্ষা নীতির গুরুত্বের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ভারতে ভৌগলিক ক্ষেত্রে বৈচিত্র্য রয়েছে। তবে, দেশের জনসংখ্যার অধিকাংশ যুবককে পেশাগতভাবে দক্ষ এবং সত্যিকারের শিক্ষিত করে উঠতে পারলে দেশে ইতিবাচক পরিবর্তন আসবে। জম্মু-কাশ্মীরের মানুষ মেধা ও বুদ্ধিমত্তার অধিকারী। এখানকার শিশুদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা রয়েছে। তিনি আরও বলেন, শিক্ষা নীতি বাস্তবায়নের ফলে শিক্ষার্থীদের মধ্যে মানসিকতায় পরিবর্তন নিয়ে আসবে।


মান ভিত্তিক শিক্ষার উপর জোর দিয়ে রাষ্ট্রপতি কোবিন্দ বলেন, আমাদের ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতিকে সংরক্ষণ করার প্রয়োজন রয়েছে। একমাত্র আমাদের মাতৃভাষার মাধ্যমেই এই লক্ষ্য পূরণ করা সম্ভব। তাই নতুন শিক্ষা নীতিতে মাতৃভাষা উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তিনি আরও বলেন, বহু মাত্রিক দেশে জাতীয় ঐক্যের লক্ষ্যে কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে কোনো ভাষাকেই জোর করে চাপিয়ে দেওয়া হবে না।


রাষ্ট্রপতি কোবিন্দ শিক্ষা নীতির গ্রহণযোগ্যতা ও গুণগত মান সুনিশ্চিত করণ এবং দক্ষতা বিকাশে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এক্ষেত্রে আত্মনির্ভর ভারতের মূল নীতিগুলির উপর জোর দিয়ে তিনি বলেন, জাতীয় শিক্ষা নীতিতে বৃত্তিমূলক শিক্ষা কর্মসূচীর লক্ষ্য অর্জনে বিশেষ সহায়তা প্রদান করবে।


জম্মু-কাশ্মীরের যুবদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এই শিক্ষা নীতি আগামী দিনে ওই কেন্দ্রশাসিত অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি বহন করে নিয়ে আসবে।

 



CG/SS/SKD



(Release ID: 1657171) Visitor Counter : 218