রাষ্ট্রপতিরসচিবালয়

প্রেস বিজ্ঞপ্তি

Posted On: 18 SEP 2020 7:37AM by PIB Kolkata

১৮ই সেপ্টেম্বর, ২০২০
 



রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে শ্রীমতী হরসিমরাত কৌর বাদলের কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে পদত্যাগ গ্রহণ করেছেন। সংবিধানের ৭৫ অনুচ্ছেদে (২) এর ধারার অধীনে এই পদত্যাগ তাৎক্ষনিকভাবে কার্যকর করা হল।


প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে রাষ্ট্রপতি নির্দেশ দিয়েছেন যে মন্ত্রিসভার সদস্য নরেন্দ্র সিং তোমারকে তার মন্ত্রক ছাড়াও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের দায়িত্ব অর্পণ করতে হবে।

 



CG/CB


(Release ID: 1655953) Visitor Counter : 225