স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ তথ্য;


ভারতে আরোগ্য লাভের সংখ্যায় অপ্রত্যাশিত অগ্রগতি;

দেশে গত ২৪ ঘন্টায় প্রায় ৭৫ হাজার জন সুস্থ হয়েছেন;

মোট আরোগ্য লাভের সংখ্যা প্রায় ৩৪ লক্ষ

Posted On: 09 SEP 2020 11:45AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ সেপ্টেম্বর, ২০২০

 

 

ভারতে গত ২৪ ঘন্টায় আরোগ্য লাভের সংখ্যায় এক নতুন অগ্রগতি সূচিত হয়েছে। মোট আরোগ্য লাভের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩ লক্ষ ৯৮ হাজার ৮৪৪। একদিনেই আরোগ্য লাভ করেছেন ৭৪ হাজার ৮৯৪ জন। এর ফলে, সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৭.৭৭ শতাংশ। সাপ্তাহিক-ভিত্তিতে আরোগ্য লাভের সংখ্যা জুলাইয়ের তৃতীয় সপ্তাহে ১ লক্ষ ৫৩ হাজার ১১৮ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বেড়ে ৪ লক্ষ ৮৪ হাজার ৮২০ হয়েছে।

 

দেশে গত ২৪ ঘন্টায় ৮৯ হাজার ৭০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সর্বাধিক ২০ হাজারেরও বেশি আক্রান্তের খবর মিলেছে মহারাষ্ট্র থেকে। অন্ধ্রপ্রদেশ থেকেই আক্রান্ত হয়েছেন ১০ হাজারেরও বেশি ব্যক্তি। দেশের ৫টি রাজ্যে আক্রান্তের হার ৬০ শতাংশ।

 

দেশে আজ পর্যন্ত নিশ্চিতভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৯৭ হাজার ৩৯৪। এর মধ্যে ২ লক্ষ ৪০ হাজারেরও বেশি আক্রান্ত মহারাষ্ট্র থেকে। কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ থেকে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৯৬ হাজারেরও কিছু বেশি। দেশে মোট নিশ্চিতভাবে করোনায় আক্রান্তের ৬১ শতাংশই মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ এবং তামিলনাডু – এই ৫টি রাজ্য থেকে।

 

দেশে গত ২৪ ঘন্টায় ১ হাজার ১১৫ জনের করোনায় মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যে ৩৮০ জনের মৃত্যুর খবর মিলেছে মহারাষ্ট্র, ১৪৬ জনের কর্ণাটক এবং তামিলনাডু থেকে ৮৭ জনের।

 

#

 

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের নাম

 

আক্রান্তের সংখ্যা

নিশ্চিত আক্রান্তের সংখ্যা

মোট সুস্থতার সংখ্যা/হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সংখ্যা/মাইগ্রেটেড ঘটনার সংখ্যা

মোট মৃত্যু

 

৭ই সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত

৭ই সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত

৬ই সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত

গতকাল থেকে পরিবর্তন

৭ই সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত

৬ই সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত

গতকাল থেকে পরিবর্তন

৭ই সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত

৬ই সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত

গতকাল থেকে পরিবর্তন

মোট আক্রান্তের ঘটনা

882542

4204613

4113811

90802

3250429

3180865

69564

71642

70626

1016

1

মহারাষ্ট্র

236208

907212

883862

23350

644400

636574

7826

26604

26276

328

2

অন্ধ্রপ্রদেশ

99689

498125

487331

10794

394019

382104

11915

4417

4347

70

3

কর্ণাটক

99285

398551

389232

9319

292873

283298

9575

6393

6298

95

4

উত্তর প্রদেশ

61625

266283

259765

6518

200738

195959

4779

3920

3843

77

5

তামিলনাডু

51458

463480

457697

5783

404186

398366

5820

7836

7748

88

6

তেলেঙ্গানা

31635

142771

140969

1802

110241

107530

2711

895

886

9

7

আসাম

28273

125459

123922

1537

96826

95063

1763

360

352

8

8

ওডিশা

27121

124031

120221

3810

96364

93774

2590

546

538

8

9

ছত্তিশগড়

23685

45263

43163

2100

21198

20487

711

380

356

24

10

পশ্চিমবঙ্গ

23218

180788

177701

3087

154008

150801

3207

3562

3510

52

11

কেরল

22743

87841

84759

3082

64751

62555

2196

347

337

10

12

দিল্লি

20909

191449

188193

3256

165973

163785

2188

4567

4538

29

13

গুজরাট

16443

104179

102844

1335

84631

83419

1212

3105

3091

14

14

বিহার

16426

147661

145832

1829

130485

128503

1982

750

735

15

15

পাঞ্জাব

16156

63473

61527

1946

45455

43849

1606

1862

1808

54

16

মধ্যপ্রদেশ

16115

73574

71880

1694

55887

54649

1238

1572

1543

29

17

হরিয়ানা

15692

76549

74272

2277

60051

58580

1471

806

781

25

18

রাজস্থান

14958

90956

89363

1593

74861

73245

1616

1137

1122

15

19

ঝাড়খন্ড

14410

51063

49797

1266

36184

34330

1854

469

462

7

20

জম্মু ও কাশ্মীর (কেন্দ্রশাসিত অঞ্চল)

10446

43557

42241

1316

32327

31924

403

784

770

14

21

উত্তরাখন্ড

7640

24629

23961

668

16648

16056

592

341

330

11

22

ত্রিপুরা

6311

15508

15109

399

9048

8745

303

149

144

5

23

পুদুচেরী

5086

17032

16566

466

11632

11107

525

314

298

16

24

গোয়া

4754

20829

20455

374

15839

15281

558

236

229

7

25

চন্ডীগড়

2253

5763

5502

261

3439

3290

149

71

69

2

26

হিমাচল প্রদেশ

2176

7415

7018

397

5184

4986

198

55

54

1

27

মণিপুর

1820

7022

6883

139

5164

4975

189

38

36

2

28

অরুণাচল প্রদেশ

1520

5000

4914

86

3472

3381

91

8

8

0

29

মেঘালয়

1433

3005

2916

89

1556

1527

29

16

15

1

30

লাদাখ (কেন্দ্রশাসিত অঞ্চল)

850

3036

2996

40

2151

2127

24

35

35

0

31

নাগাল্যান্ড

657

4178

4128

50

3511

3392

119

10

10

0

32

সিকিম

534

1910

1901

9

1371

1347

24

5

5

0

33

মিজোরাম

380

1114

1062

52

734

718

16

0

0

0

34

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

331

3332

3292

40

2951

2904

47

50

50

0

35

দমন ও দিউ এবং দাদরা ও নগরহাভেলী

302

2575

2537

38

2271

2234

37

2

2

0

36

লক্ষাদ্বীপ

0

0

0

0

0

0

0

0

0

0

 

 

CG/BD/SB



(Release ID: 1652711) Visitor Counter : 160