স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারত মোট পাঁচ কোটি কোভিড পরীক্ষার একটি নতুন শিখর ছুঁয়েছে

प्रविष्टि तिथि: 08 SEP 2020 12:27PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৮ সেপ্টেম্বর, ২০২০
 
 
 
লাগাতার এবং বিস্তৃত পরীক্ষা চালানোর ফলে কোভিড মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশে মোট এ পর্যন্ত মোট পাঁচ কোটি কোভিড পরীক্ষা হয়েছে। 
 
চলতি বছরের জানুয়ারিতে পুনেতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির পরীক্ষাগার থেকে মাত্র একটি কোভিড পরীক্ষা করা হয়েছিল। আজ পর্যন্ত দেশে ৫,০৬,৫০,১২৮টি পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ১০,৯৮,৬২১ টি পরীক্ষা করা হয়েছে।জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে করোনা পরীক্ষা ৩.২ গুণ বৃদ্ধি পেয়েছে। 
 
কোভিড -১৯ প্রসঙ্গে জনস্বাস্থ্য ও সামাজিক ব্যবস্থাপনায় সংক্রমণ রোধে হু প্রতি দশ লক্ষে ১৪০ জনের করোনা পরীক্ষার জন্য নির্দেশ দিয়েছে।।ভারতে প্রতি সপ্তাহে পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দিন দিন পরীক্ষাগারে সংখ্যা বেড়েছে।এখন দেশে রিয়েল টাইম আর টি পি সি আর পরীক্ষাগারে সংখ্যা ৮৪৬ টি।ট্রু ন্যাট বেস পরীক্ষাগারে সংখ্যা ৭০০ টি।সিবিন্যাট পরীক্ষাগারে সংখ্যা ১২২টি।
 
কোভিড-১৯ সংক্রান্ত প্রকৃত ও সর্বশেষ তথ্য সংক্রান্ত টেকনিক্যাল বিষয়, নীতি-নির্দেশিকা এবং পরামর্শের জন্য নিয়মিত https://www.mohfw.gov.in/ এবং @MoHFW_INDIA –এই ওয়েবসাইটে নজর রাখুন।
 
টেকনিক্যাল বিষয়ে জানার জন্য technicalquery.covid19[at]gov[dot]in, ncov2019[at]gov[dot]in এবং @CovidIndiaSeva - এখানে যোগাযোগ করা যেতে পারে।
 
কোভিড-১৯ সংক্রান্ত যে কোনও বিষয়ে জানার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের হেল্পলাইন নম্বর : +91-11-23978046 or 1075 (টোল ফ্রি) – এ যোগাযোগ করুন। কোভিড-১৯ সংক্রান্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির হেল্পলাইন নম্বরের তালিকা নীচের লিঙ্কে দেওয়া রয়েছে - https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf
 
 
 
 
CG/SS

(रिलीज़ आईडी: 1652500) आगंतुक पटल : 277
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Malayalam , Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Gujarati , Tamil