প্রতিরক্ষামন্ত্রক

বায়ুসেনা প্রধান কলেজ অফ এয়ার ওয়ারফেয়ারের আধিকারিকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন

Posted On: 04 SEP 2020 2:11PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৪ সেপ্টেম্বর, ২০২০

 

 


বায়ুসেনা প্রধান এয়ারচিফ মার্শাল আর কে এস ভাদৌরিয়া তেশরা সেপ্টেম্বর কলেজ অফ এয়ার ওয়ারফেয়ার (সিএডাব্লু) সফর করেন। এই কলেজটি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে বায়ুসেনার সদস্যদের উচ্চশিক্ষার ব্যবস্থা করা হয়। এছাড়াও তিন বাহিনীর সেনা আধিকারিকদের সুসংহত পদ্ধতিতে এয়ার ওয়ারফেয়ারের বিষয়ে পাঠদান করা হয়।


বায়ুসেনা প্রধান সিএডাব্লু-তে তাঁর সফরের সময় ৪৪তম হায়ার এয়ার কম্যান্ড কোর্সে অংশগ্রহণকারী তিন বাহিনীর সদস্যদের উদ্দেশে বক্তব্য রেখেছেন। তিনি আধিকারিকদের রাষ্ট্রীয় সুরক্ষার নতুন নতুন চ্যালেঞ্জের বিষয়ে সংবেদনশীলতার প্রসঙ্গে আলোচনা করেছেন। তিনি এই পাঠক্রমে অংশ নেওয়া সমস্ত আধিকারিককে ভবিষ্যতে যুদ্ধের সময়ে সুসংহত রণকৌশলের প্রসঙ্গেও বিস্তারিতভাবে জানিয়েছেন।
 

 


CG/CB/NS


(Release ID: 1651400) Visitor Counter : 154