প্রতিরক্ষামন্ত্রক

পূর্ব লাদাখের সর্বশেষ পরিস্থিতি

Posted On: 31 AUG 2020 10:35AM by PIB Kolkata
নতুনদিল্লি, ৩১শে আগস্ট, ২০২০
 
 
 
পিএলএ বাহিনীর সদস্যরা ২৯/৩০ আগস্ট রাতে প্ররোচনামূলক সামরিক তৎপরতা ঘটিয়ে পূর্ব লাদাখে অচলাবস্থা চলাকালীন ভারত ও চীনের সামরিক ও কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে গৃহীত স্থিতাবস্থাকে লঙ্ঘন করেছে। চীনের একতরফা ভাবে এলাকা দখলের অপপ্রয়াসকে প্রতিহত করতে ভারতীয় বাহিনী প্যাংগং তাসো হ্রদের দক্ষিণ তীরে পিএলএ-র বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছে। আলোচনার মাধ্যমে শান্তি ও  স্থিতাবস্থা বজায় রাখতে ভারতীয় বাহিনী অঙ্গীকারবদ্ধ, কিন্তু একই সঙ্গে আঞ্চলিক অখন্ডতা বজায় রাখার প্রশ্নেও সমানভাবে সংকল্পবদ্ধ। চুশুলে উদ্ভূত পরিস্থিতির সমাধানে ব্রিগেড কমান্ডার পর্যায়ে একটি ফ্ল্যাগ মিটিং চলছে। 
 
 
 
CG/CB


(Release ID: 1649973) Visitor Counter : 303