সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
জাতীয় মহাসড়কের ফি প্লাজায় সমস্ত ছাড় পাওয়ার জন্য ফাস্ট্যাগ বাধ্যতামূলক
Posted On:
26 AUG 2020 4:02PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ অগাস্ট, ২০২০
টোল-ফি প্লাজায় যাতায়াতের ক্ষেত্রে প্রত্যাবর্তন অথবা রিটার্ন ভ্রমণ ছাড় বা অন্য কোনও ছাড়ের জন্য ফাস্ট্যাগ বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সড়ক, পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক। যে ব্যবহারকারী ২৪ ঘন্টার মধ্যেই রিটার্ন ভ্রমণ বা অন্য কোনও স্থানীয় ছাড়ের দাবি করতে চান, তাঁকে গাড়িতে এক বৈধ কার্যকরি ফাস্ট্যাগ রাখতে হবে। গত ২৪শে অগাস্ট মন্ত্রক 'জাতীয় মহাসড়ক শুল্ক (হার ও সংগ্রহ নির্ধারণ) আইন, ২০০৮' – এর সংশোধন এনে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে। মন্ত্রক ফি-প্লাজায় ডিজিটাল লেনদেনের বিষয়ে জোর দিতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে। প্রি-পেইড যন্ত্র, স্মার্ট কার্ডের মাধ্যমে বা ফাস্ট্যাগ বা অন্য কোনও ডিভাইসের মাধ্যমে অনলাইনে এই অর্থ প্রদান করতে পারবেন।
এই সংশোধনীতে বলা হয়েছে, ২৪ ঘন্টার মধ্যে যদি কোনও যাত্রী টোল প্লাজার দিয়ে যাত্রার ২৪ ঘন্টার মধ্যে ফেরৎ আসতে চান, সেখানে এই ছাড় মিলবে। শুধুমাত্র ২৪ ঘন্টার জন্যই এটি বৈধ থাকবে।
CG/SS/SB
(Release ID: 1648826)
Visitor Counter : 197
Read this release in:
Punjabi
,
Hindi
,
English
,
Urdu
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam