রেলমন্ত্রক

বেসরকারী ট্রেন চালানোর প্রসঙ্গে সঠিক সময়ের বিষয়ে স্পষ্টিকরণ

प्रविष्टि तिथि: 19 JUL 2020 12:43PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৯ জুলাই, ২০২০

 

 


এক শ্রেণীর সংবাদপত্রে ‘বেসরকারী ট্রেন চালানো শুরুর নির্ধারিত সময়’ শীর্ষক একটি সংবাদে উল্লেখ করা হয়েছে যে ‘বেসরকারী ট্রেন চালানোর প্রকল্পটি ২০২৪-এর মার্চ মাস থেকে চালু হবে।’


ওই সংবাদ মাধ্যমে গতকাল অর্থাৎ ১৮ই জুলাই আরও একবার এই ট্রেন চালানোর বিষয়ে স্পষ্ট করে জানানো হয়েছে। এই প্রসঙ্গে উল্লেখ করা যায় যে বেসরকারী ট্রেন  ২০২৩-এর মার্চ মাসে চালানোর পরিকল্পনা করা হয়েছে। আগামী বছর মার্চ মাসে এ সংক্রান্ত টেন্ডার চূড়ান্ত করা হবে ౼২০২৩এর মার্চ থেকে এই ট্রেন চালানো শুরু হবে।


এ বিষয়ে কোনো বিভ্রান্তির সৃষ্টি হলে উপরে উল্লিখিত তথ্যটিকে সঠিক বলে বিবেচনা করতে হবে। 
 

 


CG/CB/NS


(रिलीज़ आईडी: 1639783) आगंतुक पटल : 213
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Odia , Tamil , Telugu , Malayalam