স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯এর বিষয়ে সর্বশেষ তথ্য

Posted On: 06 JUN 2020 1:30PM by PIB Kolkata

তুনদিল্লী, ০৬ জুন, ২০২০

 

 

গত ২৪ ঘন্টায় ৪৬১১ জন কোভিড-১৯ সংক্রমিত রোগী সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা হল ১,১৪,০৭৩ জন। সুস্থ হয়ে ওঠার হার ৪৮.২০ শতাংশ। বর্তমানে ১,১৫,৯৪২ জন কোভিড-১৯এ সংক্রমিত রোগী চিকিসকদের তত্ত্বাবধানে রয়েছেন।    

 

          আইসিএমআর কোভিড সংক্রমণের নমুনা পরীক্ষার ক্ষমতা আরো বৃদ্ধি করেছে। দেশে বর্তমানে ৫২০টি সরকারি এবং ২২২টি বেসরকারী অর্থা মোট ৭৪২টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা যাচ্ছে।  গতকাল ১,৩৭,৯৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট ৪৫,২৪,৩১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

                                                                        

কোভিড-১৯ এর বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্যের জন্য এবং এই মহামারী প্রতিরোধের বিষয়ে যে সব নির্দেশিকা জারি করা হয়েছে তা জানতে https://www.mohfw.gov.in/ লিঙ্কটি ক্লিক করুন।

 

কোভিড-১৯ এর বিষয়ে কোন জিজ্ঞাস্য থাকলে technicalquery.covid19[at]gov[dot]in  অথবা  ncov2019[at]gov[dot]in - এই দুটি  -মেলে যোগাযোগ করা যাবে। ট্যুইটার হ্যান্ডেল @CovidIndiaSeva- প্রশ্ন করা যাবে।  এছাড়াও +৯১-১১-২৩৯৭ -৮০৪৬  অথবা নিঃশুল্ক নম্বর ১০৭৫ ফোন করা যাবে। বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড১৯ সংক্রান্ত হেল্প লাইন নম্বরগুলির তালিকা চাইলে নীচের লিঙ্কে ক্লিক করুন

https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf

 

 

 

CG/CB



(Release ID: 1629892) Visitor Counter : 212