স্বরাষ্ট্র মন্ত্রক

পরিযায়ী শ্রমিকদের যাতায়াতের সুবিধার্থে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী একটি কেন্দ্রীয় অনলাইন তথ্য ভান্ডার -‘জাতীয় পরিযায়ী তথ্য ব্যবস্থাপনা’ তৈরি করেছে

Posted On: 16 MAY 2020 9:05PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ই মে, ২০২০

 

 


    ভারত সরকার ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা যাতে সহজেই ঘরে ফিরতে পারেন তার জন্য  বাস এবং 'বিশেষ শ্রমিক ট্রেনে'র মাধ্যমে যাতায়াতের অনুমতি দিয়েছে।


    এই পরিযায়ী শ্রমিকদের যাতায়াত সংক্রান্ত তথ্য সংগ্রহ করে রাখা এবং তাদের ঘরে ফেরার সুবিধার্থে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী- ‘জাতীয় পরিযায়ী তথ্য ব্যবস্থাপনা’শীর্ষক একটি অনলাইন ড্যাশবোর্ড তৈরি করেছে। এই অনলাইন পোর্টালটি হল পরিযায়ী শ্রমিকদের একটি তথ্য ভান্ডার। এর ফলে দ্রুত আন্তঃদেশীয় যোগাযোগ/সমন্বয় গড়ে তুলে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা সহজ হবে। এমনকি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে এবং কোভিড-১৯ প্রতিরোধ সংক্রান্ত কর্মকান্ডে তাদের সাহায্যও করা যাবে। ইতিমধ্যেই যে  রাজ্যগুলি পরিযায়ী শ্রমিকদের নাম, বয়স, মোবাইল নম্বর, কোন রাজ্য বা জেলা থেকে এসেছেন এবং কোন রাজ্য/জেলায় যেতে চান, ভ্রমণের তারিখ-এর মতো গুরুত্বপূর্ণ বিষয় সংগ্রহ করেছে, তা অনলাইনে আপলোড করতে হবে। এরফলে রাজ্যগুলি থেকে কত লোক অন্য  রাজ্য যাচ্ছে এবং গন্তব্যস্হলে পৌঁছাচ্ছে,  সে সম্পর্কে ধারণা তৈরি হবে। এই ব্যক্তিদের মোবাইল নম্বর কাজে লাগিয়ে  তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং কোভিড-১৯ চলাকালী যাতায়াতের ওপর পর্যবেক্ষণ করা যাবে।


 আরো বিস্তারিত জানতে -

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/MHA%20DO%20Lr.%20Dt.%2016.5.2020%20to%20Chief%20Secretaries%20regarding%20online%20National%20Migrant%20Information%20System%20Dashbord.pdf  এই ওয়েব সাইটি দেখুন।

 

 


CG/SS/NS



(Release ID: 1624653) Visitor Counter : 272