সংস্কৃতিমন্ত্রক

সরকার, গান্ধী শান্তি পুরস্কারে ২০২০ এর জন্য মনোনয়ন পত্র পেশের সময়সীমা বাড়িয়েছে। ১৫,০৬,২০২০ তারিখ পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে

Posted On: 11 MAY 2020 6:23PM by PIB Kolkata

নতুন দিল্লি ১১ই মে, ২০২০

 



প্রতি বছর কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক গান্ধী শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পত্র দাখিলের আবেদন জানায়। ভারত সরকারের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের ওয়েবসাইট:www.indiaculture.nic.in. তে গান্ধী শান্তি পুরস্কারের যাবতীয় নিয়ম নীতি অনুযায়ী মনোনয়ন পত্র দাখিল করতে হবে।


এই বছরের পুরস্কারের জন্য মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল ৩০ শে এপ্রিল ২০২০। কোভিড-19 অতিমারীর প্রেক্ষিতে দেশজুড়ে লকডাউন বিধিনিষেধ জারি হওয়ার দরুন মনোনয়ন পত্র দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ১৫,০৬,২০২০ তারিখ পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করা যাবে।


মনোনয়ন বা সুপারিশ পত্র পাঠাতে হবে ডাকযোগে বা ই মেলের মাধ্যমে:


শ্রীমতী নিরুপমা কত্রু।
যুগ্ম সচিব, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক
রুম নাম্বার ৩৩৪ -সি, শাস্ত্রী ভবন,
নতুন দিল্লী।


ই মেল করা যাবে:
jsmuseakad-culture[at]gov[dot]in বা
mdehuri.rgi[at]nic[dot]in

 

 


CG/PPM



(Release ID: 1623089) Visitor Counter : 177