স্বরাষ্ট্র মন্ত্রক

ভারত থেকে যাত্রীদের আন্তর্জাতিক বিমান সফরে নিষেধাজ্ঞা কার্যকর থাকা পর্যন্ত ওসিআই কার্ডধারীদের আজীবন ভিসার সুবিধা নিয়ে একাধিকবার ভারত সফরে আসার সুবিধা বাতিল

Posted On: 05 MAY 2020 7:54PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ মে, ২০২০

 

 


কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক নির্দেশিকা জারি করে জানিয়েছে, ভারত থেকে যাত্রীদের আন্তর্জাতিক বিমান সফরে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত প্রবাসী ভারতীয় কার্ডধারীরা  আজীবন  ভিসার সুবিধা অনুযায়ী একাধিকবার ভারতে আসার যে সংস্থান ছিল, তা বাতিল করা হয়েছে।


ওসিআই কার্ডধারী বিদেশি নাগরিকের  যদি জরুরি কারণে ভারতের আসার  প্রয়োজন হয়, তা হলে তাঁকে নিকটবর্তী ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে হবে। এছাড়াও, ওসিআই কার্ডধারী কোনও ব্যক্তি যদি ইতিমধ্যেই ভারতে থেকে থাকেন, সেক্ষেত্রে তাঁর কার্ডের মেয়াদ যতদিন তিনি এদেশে থাকবেন ততদিনই  কার্যকর থাকবে।

 

 


CG/BD/SB


(Release ID: 1621400) Visitor Counter : 200