প্রতিরক্ষামন্ত্রক

আকাশপথে পর্যবেক্ষণের ব্যাপারে নো অবজেকশন সার্টিফিকেটের জন্য প্রতিরক্ষা মন্ত্রক কেবলমাত্র অনলাইন আবেদন গ্রহণ করবে

प्रविष्टि तिथि: 05 MAY 2020 4:23PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৫ মে, ২০২০
 
 
 
 
আকাশপথে পর্যবেক্ষণের ব্যাপারে নো অবজেকশন সার্টিফিকেটের  জন্য প্রতিরক্ষা মন্ত্রক কেবলমাত্র অনলাইন আবেদন গ্রহণ করবে। প্রতিরক্ষা মন্ত্রী শ্রী  রাজনাথ সিংহ আজ এব্যাপারে একটি ওয়েব পোর্টাল চালু করেছেন।
 
এটি হল https://modnoc.ncog.gov.in/login 
  কেবলমাত্র এই পোর্টালের মাধ্যমে প্রাপ্ত অনলাইনে আবেদনগুলি প্রক্রিয়াকরণের জন্য প্রতিরক্ষা মন্ত্রক গ্রহণ করবে।
 
 নজন আবেদনকারীর  অনলাইনে করা আবেদন ইতিমধ্যেই নথিভুক্ত  হয়েছে। আকাশপথে পর্যবেক্ষণের জন্য নো অবজেকশন সার্টিফিকেট পেতে আগ্রহী সমস্ত ব্যক্তিকে সম্পূর্ণ এই অনলাইন ভিত্তিক সুবিধাটি ব্যবহার করার জন্য অনুরোধ জানানো  হচ্ছে।
 
 
 
 
CG/SS

(रिलीज़ आईडी: 1621384) आगंतुक पटल : 164
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , हिन्दी , Manipuri , Tamil , Telugu , Kannada , Malayalam