পর্যটনমন্ত্রক
পর্যটন মন্ত্রকের 'দেখো আপনা দেশ'এ 'ভারত এক মহাকাব্য- হাজারো গল্পের দেশ' শীর্ষক একাদশ ওয়েব ভিত্তিক সেমিনার বা ওয়েবিনারের আয়োজন
Posted On:
29 APR 2020 12:49PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ এপ্রিল, ২০২০
শিল্পসংস্থা ও দর্শকদের যুক্ত করে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের উদ্যোগে 'দেখো আপনা দেশ'এর অঙ্গ হিসেবে মঙ্গলবার 'ভারত এক মহাকাব্য-হাজারো গল্পের দেশ' শীর্ষক একাদশ ওয়েব ভিত্তিক সেমিনার বা ওয়েবিনারের আয়োজন করা হয়। এই ওয়েবিনার সিরিজের উদ্দেশ্য হ'ল ভারতের বিভিন্ন পর্যটন গন্তব্যস্থানগুলি সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং সকলকে এব্যাপারে জানানো।
'দেখো আপনা দেশ' ওয়েবিনার সিরিজের মাধ্যমে ভারতের বিভিন্ন গন্তব্যস্থান, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে অনেক অজানা তথ্য গল্প বলার ঢঙে শ্রোতাদের সামনে তুলে ধরা হয় এবং পর্যটন শিল্পে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরা হয়।
এই ওয়েবিনারটি পরিচালনা করেন রেয়ার ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা শ্রীমতি শোভা মোহন। পর্যটন মন্ত্রকের অতিরিক্ত মহানির্দেশক শ্রী রুপিন্দর ব্রার ভার্চুয়াল এই সভায় পর্যটন মন্ত্রকের ডিজিটাল ইন্ডিয়ার বিষয়টি উপস্থাপন করেন।
ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (এমআইটিওয়াই) মন্ত্রকের জাতীয় ই-গভর্নেন্স বিভাগ (এনজিডি) 'দেখো আপনা দেশ' ওয়েবিনার পরিচালনা করতে প্রযুক্তিগত সাহায্য করছে।
যারা এই ওয়েবিনারগুলি দেখতে পারেন নি, তাদের জন্য এখন -
https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featu এই ওয়েব সাইটে তা দেখা যাবে।
আগামী ৩০ এপ্রিল সকাল ১১ টায় পরবর্তী ওয়েবিনার এর আয়োজন করা হয়েছে। বিষয় হল- "দায়িত্বশীল পর্যটনে নতুন যুগের মহিলা"। এখন নাম নথিভুক্ত করা যাবে-
https://bit.ly/WebinarNewAgeWomen
CG/SS
(Release ID: 1619306)
Read this release in:
Tamil
,
Telugu
,
Assamese
,
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada