মানবসম্পদবিকাশমন্ত্রক
কেন্দ্রীয় শ্রেণীকক্ষের তালিকায় ২০১৯ এর শ্রেষ্ঠ ৩০টি অনলাইন পাঠক্রমের মধ্যে স্বয়মের ৬ টি পাঠদক্রম জায়গা করে নিয়েছে
प्रविष्टि तिथि:
27 APR 2020 6:48PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ এপ্রিল, ২০২০
কেন্দ্রীয় শ্রেণীকক্ষের তালিকায় ২০১৯ এর শ্রেষ্ঠ ৩০টি অনলাইন পাঠ্য ক্রমের মধ্যেস্বয়মের ৬টি পাঠ্যক্রম জায়গা করে নিয়েছে।
"যুব উচ্চাকাঙ্ক্ষী মানসিকতার জন্য কার্যকরী শিক্ষার ওয়েব ভিত্তিক অধ্যয়ন" (স্বয়ম) হল একটি অনলাইন পাঠক্রমের জায়গা। তথ্যপ্রযুক্তি নির্ভর অনলাইন এ পাঠক্রমটি নবম শ্রেণী থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত চালু রয়েছে। এ পর্যন্তস্বয়মের মাধ্যমে ২৮৬৭টি বিষয়ে পাঠ্যক্রম করানো হয়েছে। এর মধ্যে ২০২০ জানুয়ারি সেমিস্টার পর্যন্ত ৫৫৮টি পাঠ্যক্রম আপলোড করা হয়েছে।স্বয়ম প্ল্যাটফর্মে ৫৭ লক্ষ নাম নথিভুক্ত হয়েছে এবং ইতিমধ্যে স্বয়মের বিভিন্ন পাঠ্যক্রমে ১ কোটি ২৫ লক্ষ নাম নথিভুক্ত হয়েছে। স্বয়মের যে ৬টি পাঠ্যক্রম স্থান পেয়েছে সেগুলি হল--
১)https://www.classcentral.com/course/swayam-academic-writing-13881
২)https://www.classcentral.com/university/puci
৩)https://www.classcentral.com/university/puci
৪)https://www.classcentral.com/course/swayam-mathematical-economics-14187
৫)https://www.classcentral.com/course/swayam-python-for-data-science-14266
৬)https://www.classcentral.com/institution/aifhsahefwci
CG/SS
(रिलीज़ आईडी: 1618812)
आगंतुक पटल : 207