রেলমন্ত্রক

ভারতীয় রেল ২২ এপ্রিল একদিনে ১১২ টি রেক অর্থাৎ ৩.১৩ লক্ষ টন খাদ্য শস্য সরবরাহ করেছে

Posted On: 23 APR 2020 4:20PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ এপ্রিল, ২০২০

 

 


ভারত জুড়ে কোভিড-১৯এর জেরে লকডাউনের পরিপ্রেক্ষিতে ভারতীয় রেল খাদ্যশস্যের মতো প্রয়োজনীয় পণ্যগুলি সময়মতো সারা দেশে সরবরাহ করতে জরুরি পরিষেবা ভিত্তিতে পরিবহনের কাজ চালিয়ে যাচ্ছে।

দেশের প্রতিটি রান্না ঘরে খাদ্যশস্যের সুনিশ্চিত করতে ভারতীয় রেল পূর্বের সব রেকর্ড ভেঙ্গে বুধবার (২২এপ্রিল) একদিনে ১১২ টি রেক অর্থাৎ ৩.১৩ লক্ষ টন খাদ্য শস্য সরবরাহ করেছে।

পয়লা এপ্রিল থেকে ২২এপ্রিল পর্যন্ত ভারতীয় রেল ৪.৫৮ মিলিয়ন টন খাদ্যশস্য সরবরাহ করেছে। গত বছর এই সময়ে খাদ্যশস্য সরবরাহের পরিমাণ ছিল ১.৮২মিলিয়ন টন।

লকডাউনের মধ্যে খাদ্য শস্যের মতো কৃষিজাত পণ্য সঠিক সময়ে সংগ্রহ এবং তা পৌঁছে দেওয়া সুনিশ্চিত করতে ভারতীয় রেল যথাযথ উদ্যোগ নিয়েছে। দ্রুততার সঙ্গে  নিত্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ, পরিবহন ও পৌঁছে দিচ্ছে ভারতীয় রেল। এর জন্য রেল মন্ত্রক, কৃষি মন্ত্রীকে সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে।

 

 


CG/SS


(Release ID: 1617610) Visitor Counter : 171