স্বরাষ্ট্র মন্ত্রক
কোভিড -১৯ মোকাবিলায় লকডাউনের বিধিনিষেধ থেকে অতিরিক্ত কৃষি ও বনজ সামগ্রী, শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক বইয়ের দোকান এবং বৈদ্যুতিক ফ্যানের দোকানগুলিকে ছাড় দেওয়া হয়েছে
Posted On:
21 APR 2020 10:54PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ এপ্রিল, ২০২০
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (এমএইচএ) সুসংহত সংশোধিত নির্দেশিকার আওতায় কিছু কার্যকলাপে ছাড় দেওয়ার নির্দেশিকা জারি করেছে।
কোভিড -১৯ এর মোকাবিলায় দেশ জুড়ে চলা লকডাউনের প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি সংশোধিত নির্দেশিকাটি হল- https://www.mha.gov.in/sites/default/files/MHA%20order%20dt%2015.04.2020%2C%20with%20Revised%20Consolidated%20Guidelines_compressed%20%283%29.pdf
এই নির্দেশিকা অনুযায়ী কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে লকডাউনের বিধিনিষেধ থেকে অতিরিক্ত কৃষি ও বনজ সামগ্রী, শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক বইয়ের দোকান এবং বৈদ্যুতিক ফ্যানের দোকানগুলিকে ছাড় দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ভারতীয় বন্দরে ভারতীয় নাবিকদের সাইন-অন / সাইন-অফ এবং তাঁদের যাতায়াতের জন্য প্রয়োজনীয় নিয়মাবলী তথা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিউর জারি করেছে।
ওপরে উল্লিখিত যে বিষয়ে ছাড় দেওয়া হয়েছে, সেগুলি হটস্পট / কনটেন্টমেন্ট জোনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই অঞ্চলগুলিতে এ ধরণের কার্যকলাপের কোন অনুমতি দেওয়া হবে না।
CG/SS
(Release ID: 1616996)
Visitor Counter : 238