যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক

গ্রামীণ ডাকসেবক সহ ডাকবিভাগের সমস্ত কর্মীকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে

Posted On: 18 APR 2020 12:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ এপ্রিল, ২০২০

 


কোভিড-১৯ পরিস্থিতির প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে যে, গ্রামীণ ডাকসেবক সহ সমস্ত ডাক কর্মীকে কর্তব্যরত অবস্থায় অসুস্থতাজনিত কারণে মৃত্যু হলে ১০ লক্ষ টাকা ক্ষতি পূরণ দেওয়া হবে। এই নির্দেশিকা অবিলম্বে এবং কোভিড-১৯ পরিস্থিতি চলাকালীন সময় পর্যন্ত কার্যকর থাকবে। গ্রামীণ ডাকসেবক সহ ডাক কর্মীরা গ্রাহকদের কাছে চিঠিপত্র পৌঁছে দেওয়ার পাশাপাশি ডাকঘর সেভিং ব্যাঙ্ক, ডাক জীবন বিমা প্রভৃতি ক্ষেত্রে আর্থিক লেনদেনের সুবিধা পৌঁছে দিয়ে থাকে। এছাড়াও, ডাকঘরগুলি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সহযোগিতায় কোভিড-১৯ সংক্রান্ত নমুনা পরীক্ষা সামগ্রী, খবারের প্যাকেট, রেশন ও অত্যাবশ্যক ওষুধপত্র পৌঁছে দিচ্ছে। এইভাবে কোভিড-১৯ সঙ্কটের সময় ডাকবিভাগ বিভাগীয় দায়িত্ব পালনের পাশাপাশি, সমাজ সেবার কাজেও সামিল হয়েছে। 

 


CG/BD/SB



(Release ID: 1615908) Visitor Counter : 198