অর্থমন্ত্রক

ভেন্টিলেটর, পিপিই, কোভিড–১৯ টেস্ট কিট, ফেস ও সার্জিক্যাল মাস্ক আমদানির ক্ষেত্রে মূল বহিঃশুল্ক এবং স্বাস্থ্য সেস-এ সরকারের ছাড় ঘোষণা

प्रविष्टि तिथि: 09 APR 2020 10:42PM by PIB Kolkata

নতুনদিল্লি, ৯ এপ্রিল, ২০২০

 

 


কোভিড–১৯ মহামারী মোকাবিলায় ভেন্টিলেটর সহ বেশকিছু চিকিৎসা সরঞ্জামের চাহিদা এখন প্রচুর। এই কারণে কেন্দ্র, নিম্নলিখিত সরঞ্জামগুলি থেকে মূল বহিঃশুল্ক এবং স্বাস্থ্যসেস ছাড় দেবার কথা ঘোষণা করেছে। অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।  এগুলির মধ্যে রয়েছে :


ক) ভেন্টিলেটর
খ) ফেস ও সার্জিক্যাল মাস্ক
গ) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)
ঘ) কোভিড – ১৯ টেস্ট কিট
ঙ) ওপরের এই চারটি জিনিস তৈরি করতে যে সব সামগ্রীর প্রয়োজন।
মূল বহিঃশুল্কের ছাড় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হবে। 

 

 


CG/CB


(रिलीज़ आईडी: 1612859) आगंतुक पटल : 192
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada