স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

মন্ত্রিগোষ্ঠীর কোভিড–১৯ এর বর্তমান পরিস্থিতি এবং গৃহীত পদক্ষেপের বিষয়ে পর্যালোচনা

प्रविष्टि तिथि: 09 APR 2020 5:54PM by PIB Kolkata

নতুনদিল্লি, ৯ এপ্রিল, ২০২০

 

 


কোভিড–১৯ এর পরিস্থিতির মোকাবিলায় গঠিত মন্ত্রীগোষ্ঠীর উচ্চপর্যায়ের বৈঠক আজ নতুনদিল্লীর নির্মাণভবনে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয়স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর হর্ষবর্ধনের পৌরহিত্যে এই বৈঠকে অসামরিক বিমান চলাচল মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর,স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই, জাহাজ চলাচল, রসায়ন এবং সার দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী মনসুখ মান্ডভিয়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবে, নীতি আয়োগের সদস্য ডক্টর বিনোদ কুমার পাল, চীফ অফ ডিফেন্স স্টাফ শ্রী বিপিন রাওয়াত বৈঠকে উপস্থিত ছিলেন।   


বৈঠকে এই রোগের প্রতিরোধে কেন্দ্র এবং রাজ্যগুলির সামাজিক ব্যবধান রক্ষার বিষয় নিয়ে আলোচনা হয়। বিভিন্ন রাজ্যে যথেষ্ট পরিমাণে কোভিড–১৯ হাসপাতাল তৈরি, ব্যক্তিগত সুরক্ষার সামগ্রী, ভেন্টিলেটর সহ চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম সরবরাহের বিষয়ে আলোচনা হয়েছে। 


ডক্টর হর্ষবর্ধন কোভিড–১৯ মহামারীর বিরুদ্ধে যুদ্ধে যে সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা প্রথম সারিতে থেকে লড়াই করছেন, তাদের প্রতি সমাজের দায়বদ্ধতার বিষয়টি উল্লেখ করেন। তিনি কোনো গুজব এবং অসমর্থিত তথ্য এই সংকটের সময়ে না ছড়াতে অনুরোধ করেন। এই পরিস্থিতিতে এই তিনটি ওয়েবসাইটে এই রোগের বিষয়ে সঠিক তথ্য জানা যাবে। www.mohfw.gov.in www.icmr.nic.in www.pib.gov.in কোভিড-১৯ এর বিষয়ে কোন জিজ্ঞাস্য থাকলে  technicalquery.covid19[at]gov[dot]in অথবা  ncov2019[at]gov[dot]in .- এই দুটি ই-মেলে যোগাযোগ করা যাবে। এছাড়াও +৯১-১১-২৩৯৭ -৮০৪৬  অথবা নিঃশুল্ক নম্বর ১০৭৫ এ ফোন করা যাবে।

 

 


CG/CB


(रिलीज़ आईडी: 1612702) आगंतुक पटल : 264
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Tamil , Telugu , Kannada