প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী এবং উগান্ডার রাষ্ট্রপতির মধ্যে টেলিফোনে বার্তালাপ

Posted On: 09 APR 2020 6:09PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৯ এপ্রিল, ২০২০

 



প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে উগান্ডার রাষ্ট্রপতি ইওয়ারি কাগুতা মিউজ্ভেনীর সঙ্গে কথা বলেছেন।


কোভিড-১৯ সংক্রমণের জেরেস্বাস্থ্য এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্যার সৃষ্টি হয়েছে তা নিয়ে আলোচনা করেন উভয় নেতা।বর্তমানেস্বাস্থ্য ক্ষেত্রে এই সঙ্কটের সময় ভারত পূর্ণ সহানুভূতির সঙ্গে আফ্রিকার বন্ধুদেশগুলির পাশে আছে বলে উগান্ডার রাষ্ট্রপতিকে আশ্বাস দেন মোদী। তিনি বলেছেন উগান্ডায় এই সংক্রমণ প্রসার রোধে সে দেশের সরকারকে সম্ভাব্য সবরকম সহয়তায় দেবে ভারত।



বর্তমান এই পরিস্থিতিতে উগান্ডায় বসবাসকারী ভারতীয়দের যত্ন এবং মঙ্গলকামনায় যেভাবে সেদেশের সরকার এবং বিভিন্ন সংস্থা এগিয়ে এসেছে তা প্রশংসনীয় বলে জানান প্রধানমন্ত্রী।



২০১৮ সালে জুলাইয়ে উগান্ডা সফরের সময় যেভাবে উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন, তা স্মরণ করেন প্রধানমন্ত্রী এবং ভারত-উগান্ডা মধ্যে বিশেষ সম্পর্কের প্রসঙ্গও তুলে ধরেন।



বিশ্ব খুব শীঘ্রই এই কোভিড-১৯সংক্রমণের সমস্যা কাটিয়ে উঠবে বলেও উভয় নেতা আশা প্রকাশ করেন।

 

 


CG/SS



(Release ID: 1612631) Visitor Counter : 177