অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

কোভিড-১৯ এর বিরুদ্ধে দেশের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা অন্তর্দেশীয় পণ্যবাহী বিমানের

Posted On: 04 APR 2020 1:58PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৪ এপ্রিল,২০২০

 

 


কোভিড-১৯ এর বিরুদ্ধে দেশের যুদ্ধে অসামরিক বিমান চলাচল মন্ত্রক গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এই ভাইরাসের সংক্রমণের পরীক্ষার জন্য ব্যবহৃত জিনিসপত্র ও উৎসেচক, চিকিৎসা সামগ্রী, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সহ বিভিন্ন জিনিষ যেগুলি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি চেয়ে পাঠাচ্ছে, সেগুলি পণ্যবাহী বিমানের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে। এর ফলে উত্তরপূর্ব ভারত সহ দেশের সব অংশে কোভিড-১৯ মহামারী আটকাতে প্রয়োজনীয় পণ্যসামগ্রী সরবরাহ করা সম্ভব হচ্ছে। 


২৬ তারিখ থেকে গতকাল পর্যন্ত বিভিন্ন বিমান সংস্থার ১০৭টি ঊড়ান এই কাজ করেছে।


গতকাল পর্যন্ত মোট ১৩৮.৮১টন পণ্যসামগ্রী বিমান সংস্থাগুলি পরিবহণ করেছে। 


চিকিৎসা সামগ্রী নিয়ে লাইফলাইন উড়ান নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। অসামরিক বিমান চলাচল মন্ত্রকের সাইটে www.civilaviation.gov.in গেলে এর লিঙ্কটি পাওয়া যাবে। 


চীনের সাংহাই থেকে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী আনার জন্য আগামীকাল প্রথম পণ্যবাহী বিমান চলাচল শুরু করবে।  অন্তর্দেশীয় বিমান পরিবহণে বেসরকারী বিমান সংস্থাগুলিও পণ্য পরিবহণ করছে।

 

 


CG/CB


(Release ID: 1611065) Visitor Counter : 166