স্বরাষ্ট্র মন্ত্রক

টুরিস্ট ভিসা নিয়ে তাবলিগী জামাত কাণ্ডে জড়িত থাকার দায়ে বর্তমানে ভারতে থাকা ৯৬০ জন বিদেশী নাগরিককে কালো তালিকাভুক্ত করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক; তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে

Posted On: 02 APR 2020 7:38PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ এপ্রিল, ২০২০

 



কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী  অমিত শাহের নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাবলিগী জামাত কাণ্ডে জড়িত থাকার দায়ে বর্তমানে টুরিস্ট ভিসা নিয়ে ভারতে থাকা  ৯৬০ জন বিদেশী নাগরিককে কালো তালিকাভুক্ত করেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সংশ্লিষ্ট  রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশের মহানির্দেশক,নগরপাল ও দিল্লি পুলিশকে ১৯৪৬এর বৈদেশিক আইন এবং  ২০০৫এর বিপর্যয় মোকাবিলা আইনের নির্দিষ্ট ধারায় আইন ভঙ্গ কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহনের  নির্দেশ দিয়েছে।

 

 


CG/SS


(Release ID: 1610650) Visitor Counter : 183