অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতের পরিষেবা ক্ষেত্রের রপ্তানী দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে: আর্থিক সমীক্ষা ২০২৫-২৬

प्रविष्टि तिथि: 29 JAN 2026 2:07PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি, ২০২৬ 

 

ভারতের পরিষেবা ক্ষেত্র আর্থিক বিকাশ, স্থিতিশীলতা এবং কাঠামোগত রূপান্তরে মূল নির্ণায়ক হয়ে দেখা দিয়েছে। বৈশ্বিক অনিশ্চয়তা, ক্রম হ্রাসমান বৈশ্বিক শিল্প কার্যক্রমের প্রেক্ষাপটে ভারতের পরিষেবা ক্ষেত্র এক সুস্থায়ী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভারতের মোট মূল্য সংযোজকের অর্ধেকেরও বেশি অবদান এই ক্ষেত্রের, যা রপ্তানী ও কর্মসংস্থানে মূল চালিকা হিসেবে কাজ করছে। ভারত পরিষেবা ক্ষেত্রে বিশ্বের সপ্তম বৃহত্তম রপ্তানীকারী দেশ। ২০০৫ – এ ২ শতাংশ থেকে ২০২৪ – এ এই বৃদ্ধির হার দ্বিগুণ হয়ে ৪.৩ শতাংশে দাঁড়িয়েছে। কোভিড-১৯ অতিমারী পর্যটন, পরিবহণ, হোটেল ব্যবসায় বিরূপ প্রভাব ফেলেছিল। ২০২৪ – এ পরিষেবা বাণিজ্যে মোট অভ্যন্তরীণ উৎপাদনে বিশেষ ফলদায়ক হয়ে দেখা দিয়েছে। পরিষেবা ক্ষেত্র কর্মসংস্থান প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। নিট কর্মসংস্থান সংযোজনের ৫১.৭ শতাংশই এসেছে পরিষেবা ক্ষেত্র থেকে। 

 

SC/AB/SB


(रिलीज़ आईडी: 2220612) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Tamil , Kannada , Malayalam