অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

শিডিউল্ড কমার্শিয়াল ব্যাঙ্ক (এসসিবি)-গুলির সম্পদের গুণমানের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, এনপিএ উদ্ধারের হার মোটামুটি ১৬ অর্থবছরের ১৩.২ শতাংশের তুলনায় দ্বিগুণ বেড়ে ২৫ অর্থবছরে হয়েছে ২৬.২ শতাংশ

प्रविष्टि तिथि: 29 JAN 2026 2:14PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ জানুয়ারি ২০২৬


তপশিলভুক্ত বাণিজ্যিক ব্যাঙ্কগুলির সম্পদের গুণমান উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে ২০২৫-২৬-এর অর্থনৈতিক সমীক্ষা। এনপিএ-র আদায়ের হার ১৮ অর্থবছরে ছিল ১৩.২ শতাংশ। ২৫ অর্থবছরে এই হার প্রায় দ্বিগুণ বেড়ে হয়েছে ২৬.২ শতাংশ। ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপসি কোড ২০১৬-র মাধ্যমেও আদায়ের হার বেড়েছে উল্লেখযোগ্য হারে। এছাড়া ২০২৫-২৬-এর কেন্দ্রীয় বাজেটে এমএসএমই-র জন্য ঋণের গ্র্যারান্টি, ক্ষুদ্র উদ্যোগের জন্য ক্রেডিট কার্ডের ব্যবস্থা ইত্যাদির ফলে ব্যাঙ্কিং ক্ষেত্রে কাজকর্মের উন্নতি হয়েছে। 

রিজিওন্যাল রুরাল ব্যাঙ্ক আরআরবি-গুলির কাজের মান বৃদ্ধি করতে সরকার একাধিক ব্যবস্থা নিয়েছে। এক রাজ্য একটি আরআরবি নীতির ফলে ২০২৫-এর পয়লা মে-তে আরআরবি-র সংখ্যা ১৯৬ থেকে কমে হয়েছে ২৮। প্রধানমন্ত্রী জনধন যোজনায় ২০২৫-এর মার্চ পর্যন্ত ৫৫.০২ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। 

২০২৫-এ এমএসএমই-গুলির জন্য ডিজিটাল ফুড প্রিন্টের ভিত্তিতে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলি ক্রেডিট অ্যাসেসমেন্ট মডেলের সূচনা করে। এর মাধ্যমে ৪১.৫ হাজার কোটি টাকার বেশি মূল্যের ৩.২ লক্ষ কোটির বেশি এমএসএমই-র ঋণের আবেদন অনুমোদন করা হয়। ২০২৫-২৬-এর অর্থনৈতিক সমীক্ষায় আরও বলা হয়েছে, গত এক দশকে মাইক্রোফিন্যান্স ক্ষেত্রে লাগাতার বৃদ্ধি হয়েছে। স্ট্যান্ডআপ ইন্ডিয়া কর্মসূচিতে ১০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে এসসি, এসটি এবং মহিলা উদ্যোগপতিদের গ্রিনফিল্ড উদ্যোগ স্থাপনের জন্য। পিএম স্ট্রিট ভেন্ডর্স আত্মনির্ভর নিধি কর্মসূচিতে জামানত ছাড়াই কার্যকরি মূলধন ঋণ হিসেবে দেওয়া হচ্ছে স্ট্রিট ভেন্ডরদের। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ২০১৫-র এপ্রিল থেকে উৎপাদন শিল্প, ব্যবসা, পরিষেবা এবং কৃষি সংক্রান্ত কাজকর্মের জন্য ক্ষুদ্র ও অণু উদ্যোগকে অর্থ দেওয়া হয়ে আসছে। ২০১১-র তুলনায় ২০২১-এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এমন প্রাপ্ত বয়স্কের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। 


 
SC/AP/AS


(रिलीज़ आईडी: 2220492) आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी , Kannada , Malayalam