অর্থমন্ত্রক
ভারতের শিল্প অর্থনীতির মেরুদণ্ড অণু, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগগুলি : অর্থনৈতিক সমীক্ষা ২০২৫-২৬
प्रविष्टि तिथि:
29 JAN 2026 2:08PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ জানুয়ারি ২০২৬
ভারতের শিল্প অর্থনীতির মেরুদণ্ড অণু, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগগুলি বলে জানানো হয়েছে ২০২৫-২৬-এর অর্থনৈতিক সমীক্ষায়। দেশের মোট উৎপাদনের ৩৫.৪ শতাংশ হয় এই শিল্পে। রপ্তানির ৪৮.৫৮ শতাংশ করে এগুলি। জিডিপি-র ৩১.১ শতাংশ অধিকার করে আছে তারা। ৭.৪৭ কোটির বেশি উদ্যোগ ৩২.৮২ কোটির বেশি মানুষের কর্মসংস্থান করেছে। কৃষির পরেই দেশের এটাই বৃহত্তম কর্মসংস্থানের ক্ষেত্র। সমীক্ষায় স্পষ্ট বলা হয়েছে, এমএসএম-গুলির দেওয়া ঋণ সাম্প্রতিক সময়ে ইতিবাচক পথেই চলেছে।
বড় শিল্পের তুলনায় এমএসএমই-গুলির ঋণ বৃদ্ধি ক্রমবর্ধমান। গত ২ বছরে বাজার এবং ডিজিটাল খুচরা অংশগ্রহণে এসএমই-র পাবলিক মার্কেটের নাটকীয় প্রসার ঘটেছে। এমএসএমই-গুলিতে ৫০ হাজার কোটি টাকা নগদ যোগাতে সেলফ-রিলায়েন্ট ইন্ডিয়া (এসআরআই) তহবিল শুরু হয়। ২০২৫-এর ৩০ নভেম্বর পর্যন্ত ৬৮২টি এমএসএমই লগ্নি হিসেবে পেয়েছে ১৫ হাজার ৪৪২ কোটি টাকা।
২০২৪-এ আন্তর্জাতিক ম্যানুফ্যাকচারিং জিভিএ-তে ভারতের অংশ ২.৯ শতাংশ এবং বিশ্বে পণ্য রপ্তানিতে ১.৮ শতাংশ। এর ফলে বোঝা যায় আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় অণু, ক্ষুদ্র, মাঝারি শিল্পের প্রসার ঘটানোর প্রভূত সুযোগ বিদ্যমান।
SC/AP/AS
(रिलीज़ आईडी: 2220488)
आगंतुक पटल : 4