অর্থমন্ত্রক
ভারতের বৈদেশিক সাফল্য বৈশ্বিক ঝুঁকির মাঝেও স্থিতিশীলতার পরিচায়ক : আর্থিক সমীক্ষা ২০২৫-২৬
प्रविष्टि तिथि:
29 JAN 2026 2:04PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ জানুয়ারি, ২০২৬
আর্থিক সমীক্ষায় বৈশ্বিক ঝুঁকির মধ্যেও স্থিতিশীলতা রক্ষায় ভারতের বৈদেশিক সাফল্যকে তুলে ধরা হয়েছে। বৈশ্বিক বাজারের সঙ্গে আরও বেশি করে যুক্ত হতে অর্থনীতির দ্রুত সম্প্রসারণ ঘটছে। ডব্লিউটিও-র বিশ্ব বাণিজ্য পরিসংখ্যানে ২০০৫ থেকে ২০২৫ – এর মধ্যে বৈশ্বিক পণ্য সামগ্রী রপ্তানীতে ভারতের অংশ প্রায় দ্বিগুণ হয়েছে। ১ শতাংশ থেকে বেড়ে ১.৮ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে, বৈশ্বিক বাণিজ্যিক পরিষেবা রপ্তানী ক্ষেত্রে তা দ্বিগুণেরও বেশি হয়েছে। ২ শতাংশ থেকে বেড়ে ৪.৩ শতাংশে দাঁড়িয়েছে। ভারতের মোট রপ্তানী ২০২৫ অর্থ বছরে রেকর্ড পরিমাণ ৮২৫.৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বার্ষিক হিসেবের ভিত্তিতে এই বৃদ্ধির পরিমাণ ৬.১ শতাংশ। পণ্য সামগ্রী বাণিজ্যে ২০২৫ অর্থ বছরে ভারতের রপ্তানী ৪৩৭.৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এর মধ্যে অ-পেট্রোলজাত রপ্তানী ঐতিহাসিক উচ্চতায় পৌঁছে ৩৩৭.৩ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। ইলেক্ট্রনিক্স, ওষুধ, বৈদ্যুতিক সরঞ্জাম এবং গাড়ি রপ্তানী বৃদ্ধির মূল চালিকা হয়ে দেখা দিয়েছে। পরিষেবা রপ্তানী ২০২৫ অর্থ বছরে সর্বকালীন রেকর্ড ৩৮৭.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই বৃদ্ধির পরিমাণ প্রায় ১৩.৬ শতাংশ।
SC/AB/SB
(रिलीज़ आईडी: 2220449)
आगंतुक पटल : 3