অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

সরকারি সংজ্ঞার ঊর্ধ্বে ভারত আর্থিক ও ব্যবহারিক ক্ষেত্রে ভারত অনেক বেশি শহুরে : আর্থিক সমীক্ষা ২০২৫-২৬

प्रविष्टि तिथि: 29 JAN 2026 1:42PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি, ২০২৬ 

 

ভারতের শহরগুলি কেবলমাত্র বসবাসের জায়গাই নয়, বরং মূল আর্থিক পরিকাঠামো হিসেবে তা কাজ করছে। ঘনত্ব এবং সান্নিধ্য অর্থনৈতিক ব্যবস্থাগুলিকে একযোগে উৎপাদন বৃদ্ধি, শ্রম বাজার এবং উদ্ভাবনসক্ষম করে তোলে। ভারতের আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে শহরগুলির আর্থিক ভূমিকা মূল নির্ণায়ক হয়ে দেখা দিচ্ছে। কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমনের সংসদে আজ পেশ করা ২০২৫-২৬ আর্থিক সমীক্ষায় শহরের এই আর্থিক ভূমিকা তুলে ধরা হয়েছে। এই সমীক্ষায় বলা হয়েছে, বিগত দশকের তুলনায় ভারত অনেক দ্রুততার সঙ্গে র‍্যাপিড ট্রানজিট ব্যবস্থার সম্প্রসারণ ঘটাচ্ছে। ২০২৫ – এ দেশের ২৪টি শহর জুড়ে প্রায় ১,০৩৬ কিলোমিটার মেট্রো/আরআরটিএস পথ গড়ে উঠেছে। এই সমীক্ষায় আরও বলা হয়েছে, সরকার বাস পরিষেবাকে আরও যাত্রী-বান্ধব করে তুলতে পিএম ই-বাস সেবা চালু করেছে। সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে ১০ হাজার শহর-ভিত্তিক ই-বাস পরিষেবা চালুর ব্যবস্থা গ্রহণ করেছে। এতে কেন্দ্রীয় সহায়তা মিলেছে ২০ হাজার কোটি টাকা। ১৪টি শহর, ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলে ২০২৫ অর্থ বছরে ৭,২৯৩টি ই-বাস এর অনুমোদন দেওয়া হয়েছে। 
প্রযুক্তির ব্যবহারকে স্মার্টসিটি মিশনের অঙ্গ করা হয়েছে। স্মার্ট রোড, সাইকেল ট্র্যাক, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, উন্নতমানের নিকাশি ব্যবস্থাপনার লক্ষ্যে প্রায় ১.৬৪ লক্ষ কোটি টাকা ব্যয়ে ৮০৬৭টি প্রকল্প সম্পাদিত হয়েছে। ১০ লক্ষেরও বেশি জনবসতিপূর্ণ শহরে ২০ বছরের বিধিবদ্ধ ব্যবস্থা এবং অর্থনৈতিক পরিকল্পনা তৈরির কথা বলা হয়েছে। এর মূল অঙ্গ হবে যানবাহন নেটওয়ার্ক পরিকল্পনা, গৃহ-ভিত্তিক সরবরাহ পরিকল্পনা এবং পরিকাঠামো করিডরের সঙ্গে সম্পর্কিত জমির মূল্যমান ভিত্তিক পরিকাঠামো বিস্তার। 

 

SC/AB/SB


(रिलीज़ आईडी: 2220405) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu , Kannada , Malayalam