অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

রণকৌশলগত দৃঢ়তার জন্য শৃঙ্খলাবদ্ধ স্বদেশীর প্রস্তাব অর্থনৈতিক সমীক্ষায় : রণকৌশলগত দেশজকরণের জন্য একটি ত্রিস্তরীয় কাঠামো

प्रविष्टि तिथि: 29 JAN 2026 1:38PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ জানুয়ারি ২০২৬


সাম্প্রতিক বছরগুলিতে ভারত ভালোই কাজ করেছে। কিন্তু বিশ্ব পরিস্থিতি বর্তমানে একটু ভিন্ন ধরনের এবং অনিশ্চিত। এই অনিশ্চিত আন্তর্জাতিক আবহে ভারত একটি ত্রিস্তরীয় রণকৌশল স্থির করেছে, যাতে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি পায়, উৎপাদনের উপকরণ সংক্রান্ত খরচ কমে, উন্নত উৎপাদন ব্যবস্থা শক্তিশালী হয় এবং আত্মনির্ভরতা থেকে কৌশলগত অপরিহার্যতার লক্ষ্যে এগোনো যায়। 

দেশজকরণের জন্য সমীক্ষায় ত্রিস্তরীয় কাঠামোর প্রস্তাব দেওয়া হয়েছে। সেগুলি হল – 
•    উন্নত কৌশলগত তাৎক্ষণিক প্রয়োজনীয়তার সঙ্গে সড়গড় হয়ে ওঠা।
•    অর্থনৈতিক ভাবে সম্ভবপর সক্ষমতা বৃদ্ধি করা। 
•    নিম্নকৌশলগত তাৎক্ষণিক প্রয়োজনীয়তা অথবা উচ্চ মূল্যের বিকল্প। 

ন্যাশনাল ইনপুট কস্ট রিডাকশন স্ট্র্যাটেজি পরীক্ষা করা হয়েছে সমীক্ষায়। বলা হয়েছে, ভারতের জন্য যদি দেশজকরণকে শক্তিশালী করতে হয় রপ্তানি না কমিয়েও, তা হলে উৎপাদনের উপকরণ সংক্রান্ত খরচ কমাতে হবে। সক্ষমতা বৃদ্ধি করতে উন্নত উৎপাদন ব্যবস্থা গড়তে হবে। 

পূর্ব এশিয়া থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে সমীক্ষায় প্রগতির সহায়তায় উদ্যোগী দেশের ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। শিল্প নীতি সফল হওয়ার বেশি সম্ভাবনা যদি প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি সহনশীলতা এবং যুক্তিপূর্ণ সহায়তা প্রত্যাহার ও ফল ভিত্তিক আমলাতন্ত্র উপজীব্য হয়। 


 
SC/AP/AS


(रिलीज़ आईडी: 2220186) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Malayalam