স্বরাষ্ট্র মন্ত্রক
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুতে শোকজ্ঞাপন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের
प्रविष्टि तिथि:
28 JAN 2026 1:04PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ জানুয়ারি, ২০২৬
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক্স হ্যান্ডলে এক পোস্টে শ্রী শাহ বলেছেন:
“মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং এনডিএ-র বর্ষীয়ান নেতা অজিত পাওয়ার জি-র এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুর খবরে আমার হৃদয় গভীরভাবে শোকাহত। গত সাড়ে তিন দশক ধরে মহারাষ্ট্রের প্রতিটি অংশের কল্যাণে অজিত পাওয়ার জি যেভাবে নিজেকে উৎসর্গ করেছিলেন, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার সঙ্গে যখনই সাক্ষাৎ হয়েছে, আমরা মহারাষ্ট্রের মানুষের উন্নয়ন সহ অসংখ্য বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। তাঁর মৃত্যু শুধুমাত্র এনডিএ পরিবারের নয়, আমারও ব্যক্তিগত ক্ষতি। পাওয়ার জি-র পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। এই শোকের মুহূর্তে এনডিএ পাওয়ার জি-র পরিবারের পাশে রয়েছে। ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি, শান্তি শান্তি।"
SC/MP/SB
(रिलीज़ आईडी: 2219621)
आगंतुक पटल : 7