উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
উপরাষ্ট্রপতি শ্রী সি. পি. রাধাকৃষ্ণন ২৩ জানুয়ারি ওড়িশা ও পশ্চিমবঙ্গ সফরে
प्रविष्टि तिथि:
22 JAN 2026 7:17PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ জানুয়ারি, ২০২৬
উপরাষ্ট্রপতি শ্রী সি. পি. রাধাকৃষ্ণন ২৩ জানুয়ারি ওড়িশা ও পশ্চিমবঙ্গ সফর করবেন।
উপরাষ্ট্রপতি তাঁর এই সফরে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে ওড়িশার কটকে এবং পশ্চিমবঙ্গের কলকাতায় পরাক্রম দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন।
SC/AB/SKD
(रिलीज़ आईडी: 2217778)
आगंतुक पटल : 7