প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

স্টার্ট-আপ ইন্ডিয়ার ১০ বছর পূর্তি উপলক্ষে জাতীয় স্টার্ট-আপ দিবসে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

प्रविष्टि तिथि: 16 JAN 2026 9:28AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতীয় স্টার্ট-আপ দিবসে স্টার্ট-আপ জগতের সঙ্গে যুক্ত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এই বছর স্টার্ট-আপ ইন্ডিয়া উদ্যোগের ১০ বছর পূর্তি। তাই, এবার এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে।

স্টার্ট-আপ-এর রূপান্তরমূলক ভূমিকার ওপর জোর দিয়ে শ্রী নরেন্দ্র মোদী বলেন : 

“স্টার্ট-আপ হল পরিবর্তনের ইঞ্জিন, যা আমাদের অর্থনীতি এবং সমাজের ভবিষ্যৎকে বিশেষ রূপ দিচ্ছে। আমাদের এই গ্রহের বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় স্টার্ট-আপগুলি অনন্যসাধারণ কাজ করে চলেছে এবং একইসঙ্গে মানুষের জন্য সুযোগ-সুবিধার সৃষ্টি করছে। যাঁরা তাঁদের স্টার্ট-আপের মাধ্যমে বড় বড় স্বপ্ন দেখেছেন, প্রচলিত প্রথাকে চ্যালেঞ্জ জানিয়েছেন, ঝুঁকি নিয়েছেন এবং রূপান্তরমূলক প্রভাব সৃষ্টি করেছেন, তাঁদের প্রত্যেকের জন্য আমি গর্বিত।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, স্টার্ট-আপ পরিমণ্ডলকে শক্তিশালী করতে এর সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে নিয়ে ভারত সরকার কাজ করে চলেছে। আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে স্টার্ট-আপগুলির উল্লেখযোগ্য ভূমিকার কথা তুলে করে তিনি এক্ষেত্রে সরকারের অঙ্গীকারের কথা ফের ব্যক্ত করেন।

এক্স-এ এক পোস্টে শ্রী মোদী লিখেছেন : 

“জাতীয় স্টার্ট-আপ দিবস উপলক্ষে স্টার্ট-আপ জগতের সঙ্গে যুক্ত প্রত্যেককে শুভেচ্ছা জানাই। আজকের দিনটি বিশেষ হয়ে উঠেছে কারণ, আজ আমরা স্টার্ট-আপ ইন্ডিয়া উদ্যোগের এক দশক উদযাপন করছি। এই দিনটি হল আমাদের দেশবাসীর, বিশেষত আন্তর্জাতিক স্টার্ট-আপ পরিমণ্ডলে ভারতের উত্থানের ক্ষেত্রে তরুণদের সাহস, উদ্ভাবনী ক্ষমতা এবং শিল্পোদ্যোগী চেতনা উদযাপনের দিন।”

#10YearsOfStartupIndia
https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2214764&reg=3&lang=1”

“স্টার্ট-আপ হল পরিবর্তনের ইঞ্জিন, যা আমাদের অর্থনীতি এবং সমাজের ভবিষ্যৎকে বিশেষ রূপ দিচ্ছে। আমাদের এই গ্রহের বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় স্টার্ট-আপগুলি অনন্যসাধারণ কাজ করে চলেছে এবং একইসঙ্গে মানুষের জন্য সুযোগ-সুবিধার সৃষ্টি করছে। যাঁরা তাঁদের স্টার্ট-আপের মাধ্যমে বড় বড় স্বপ্ন দেখেছেন, প্রচলিত প্রথাকে চ্যালেঞ্জ জানিয়েছেন, ঝুঁকি নিয়েছেন এবং রূপান্তরমূলক প্রভাব সৃষ্টি করেছেন, তাঁদের প্রত্যেকের জন্য আমি গর্বিত।

#10YearsOfStartupIndia”

“স্টার্ট-আপ পরিমণ্ডলকে শক্তিশালী করতে এর সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে নিয়ে ভারত সরকার কাজ করে চলেছে। মহাকাশ, প্রতিরক্ষা এবং আরও অন্যান্য ক্ষেত্র, যাই হোক না কেন, রিফর্ম এক্সপ্রেস ভারতে স্টার্ট-আপগুলির জন্য এমন অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে, যা আগে অকল্পনীয় ছিল। আমাদের তরুণদের মধ্যে যাঁরা ঝুঁকি নিতে চান এবং সমস্যার সমাধানকারী হয়ে উঠতে চান, তাঁদের সহায়তা প্রদানে আমরা অঙ্গীকারবদ্ধ।

#10YearsOfStartupIndia”

“স্টার্ট-আপ পরিমণ্ডলের পৃষ্ঠপোষক, ইনকিউবেটর, বিনিয়োগকারী, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য যাঁরা স্টার্ট-আপকে সহায়তা করে থাকেন, এই দিনটি হল তাঁদের অবদান স্বীকার করার দিন। তাঁদের সহায়তা এবং অন্তর্দৃষ্টি আমাদের তরুণদের দীর্ঘ পথ পাড়ি দিতে উৎসাহিত করছে, কারণ তরুণরাই উদ্ভাবন করেন এবং অগ্রগতিতে অবদান রেখে চলেছেন।

#10YearsOfStartupIndia”

 


SC/MP/DM


(रिलीज़ आईडी: 2215246) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Tamil , Kannada , Malayalam