প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

নতুন দিল্লিতে পোঙ্গল উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

प्रविष्टि तिथि: 14 JAN 2026 11:41AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি, ২০২৬ 

 

বণক্কম, 

পোঙ্গল উৎসব উপলক্ষে শুভেচ্ছা!

পোঙ্গল আজ প্রকৃত অর্থে আন্তর্জাতিক উৎসব হয়ে উঠেছে। বিশ্বজুড়ে তামিল সম্প্রদায় এবং তামিল সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষজন উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এই উৎসব উদযাপন করছেন। আমিও তাঁদের মধ্যে একজন। তামিল জনজীবনে পোঙ্গল আনন্দ নিয়ে আসে। আমাদের কৃষক, ধরিত্রী এবং সূর্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উৎসব হ’ল পোঙ্গল। এই উৎসব আমাদের প্রকৃতি, পরিবার এবং সমাজের সঙ্গে সম্প্রীতির গুরুত্বের শিক্ষা দেয়। এই সময়ে ভারতের অন্যান্য অংশের মানুষও লোহরী, মকর সংক্রান্তি, মাঘ বিহু এবং অন্যান্য উৎসবে মেতে উঠেছেন।

বন্ধুগণ,

গত বছর তামিল সংস্কৃতির সঙ্গে যুক্ত বেশ কয়েকটি অনুষ্ঠানে আমার যোগ দেওয়ার সুযোগ হয়েছিল। হাজার বছরের প্রাচীন তামিলনাডুর গঙ্গাইকোন্ডা চোলাপুরম মন্দিরে প্রার্থনা করেছিলাম। পম্বন সেতুর উদ্বোধন উপলক্ষে আমি রামেশ্বরম সফর করেছিলাম। চাষাবাদের সঙ্গে যুক্ত উৎসব বিশ্বের প্রায় প্রতিটি সভ্যতায় উদযাপিত হয়ে থাকে। তামিল সংস্কৃতিতে কৃষিকে জীবনের ভিত্তি হিসেবে গণ্য করা হয়। দেশ গড়ার ক্ষেত্রে শক্তিশালী অংশীদার হলেন আমাদের কৃষকরা। কেন্দ্রীয় সরকারও কৃষকদের ক্ষমতায়নে অঙ্গীকারবদ্ধ এবং সেইলক্ষ্যেই কাজ করে চলেছে। 


বন্ধুগণ,

পোঙ্গল উৎসব শুধুমাত্র প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের কয়েকটি শব্দের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি জীবনযাপনের মাধ্যম হয়ে উঠেছে। পৃথিবী আমাদের অনেক কিছু দেয়। আমাদেরও দায়িত্ব হ’ল, তাকে সংরক্ষিত করা। আগামী প্রজন্মের জন্য মাটির স্বাস্থ্য রক্ষা, জল সংরক্ষণ এবং সম্পদের পরিমিত ব্যবহারকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তামিল সংস্কৃতি হ’ল, বিশ্বের প্রাচীন সভ্যতাগুলির অন্যতম। এই সভ্যতা ভারতকে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শক্তি যোগাচ্ছে। 

আমি আবার পোঙ্গল উপলক্ষে আপনাদের শুভেচ্ছা জানাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ।

বণক্কম!

 

SC/MP/SB


(रिलीज़ आईडी: 2214574) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Kannada