প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী রানী ভেলু নাচিয়ারের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন
प्रविष्टि तिथि:
03 JAN 2026 8:16AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ জানুয়ারি, ২০২৬
রানী ভেলু নাচিয়ারের জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারতের অন্যতম সাহসী যোদ্ধা হিসেবে স্মরণীয় এবং সাহস ও কৌশলগত দক্ষতার প্রতীক এই কিংবদন্তী রানীকে আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে রানী ভেলু নাচিয়ার ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং নিজেদের শাসন করার ক্ষেত্রে ভারতীয়দের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। সুশাসন ও সাংস্কৃতিক গর্বের প্রতি তাঁর অবিচল অঙ্গীকার জাতিকে অনুপ্রাণিত করে চলেছে।
শ্রী মোদী জোর দিয়ে বলেন যে তাঁর আত্মত্যাগ এবং দূরদর্শী নেতৃত্ব দেশের প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে এবং ভারতের অগ্রযাত্রায় সাহস ও দেশপ্রেমের আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।
এক্স-হ্যান্ডেলে একটি আলাদা পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন:
“রানী ভেলু নাচিয়ারের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। তিনি ভারতের অন্যতম সাহসী যোদ্ধা হিসেবে স্মরণীয়, যিনি সাহস ও কৌশলগত দক্ষতার প্রতীক ছিলেন। তিনি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং নিজেদের শাসন করার জন্য ভারতীয়দের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। সুশাসন ও সাংস্কৃতিক গর্বের প্রতি তাঁর অঙ্গীকারও প্রশংসনীয়। তাঁর আত্মত্যাগ এবং দূরদর্শী নেতৃত্ব দেশের প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে।
SC/SB/NS…
(रिलीज़ आईडी: 2211155)
आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam