স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ শ্রী রাম জন্মভূমি মন্দিরে রামলালার ‘প্রাণ প্রতিষ্ঠা’-র দ্বিতীয় বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন
प्रविष्टि तिथि:
31 DEC 2025 5:00PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩১ ডিসেম্বর, ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ শ্রী রাম জন্মভূমি মন্দিরে রামলালার ‘প্রাণ প্রতিষ্ঠা’-র দ্বিতীয় বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন।
এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন, জয় শ্রী রাম! এই পবিত্র তিথিতে ২ বছর আগে ৫০০ বছরের অপেক্ষার অবসান হয়েছিল এবং শ্রী মোদী শ্রী রাম জন্মভূমি মন্দিরে রামলালার ‘প্রাণ প্রতিষ্ঠা’ করেছিলেন। ‘প্রাণ প্রতিষ্ঠা’-র দ্বিতীয় বার্ষিকীতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই মন্দির শ্রী রামের আদর্শ এবং জীবনের মূল্যবোধের পুনরুদ্ধারের প্রতীক, যা ধর্মকে রক্ষা করার লড়াইয়ের জন্য, সাংস্কৃতিক আত্মসম্মানের জন্য আত্মবলিদান এবং ঐতিহ্য সংরক্ষণে একনিষ্ঠতার জন্য অনুপ্রেরণার অতুলনীয় উৎস হয়ে থেকে যাবে। শ্রী রাম জন্মভূমি আন্দোলনের সকল শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি।
SC/AP/SKD
(रिलीज़ आईडी: 2210418)
आगंतुक पटल : 8