স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ ‘বীর বাল দিবস’-এ গুরু গোবিন্দ সিংজি, মাতা গুজরিজি এবং সাহসী সাহেবজাদাদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন

प्रविष्टि तिथि: 26 DEC 2025 11:20AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ ডিসেম্বর, ২০২৫
 



কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ‘বীর বাল দিবস’-এ গুরু গোবিন্দ সিংজি, মাতা গুজরিজি এবং সাহসী সাহেবজাদাদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

এক্স মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ বলেন;

“গুরু গোবিন্দ সিংজি-র সাহেবজাদা খুব ছোট বয়সেই ধর্ম ও দেশ রক্ষার জন্য আত্ম বলিদান দেন। এধরনের উদাহরণ ইতিহাসে অত্যন্ত বিরল। মাতা গুজরি এবং গুরু গোবিন্দ সিংজি-র সংস্কার সাহেবজাদার মধ্যে মানবতা রক্ষার জন্য যে বীজ বপণ করেছিল তা আততায়ীদের অমানবিক যন্ত্রণাকেও হার মানায়। চার সাহেবজাদারই আত্ম বলিদান গাঁধা সব প্রজন্মের কাছে পৌঁছক এই জন্য মোদীজি ‘বীর বাল দিবস’ পালনের সূচনা করেন। ‘বীর বাল দিবস’ উপলক্ষ্যে গুরু গোবিন্দ সিংজি, মাতা গুজরি এবং বীর সাহাবজাদাদের আত্ম বলিদান স্মরণ করে তাঁদের প্রণাম জানাই।”


SC/PM/SKD


(रिलीज़ आईडी: 2208740) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Marathi , Assamese , Punjabi , Gujarati , Malayalam