স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

জলযান সুরক্ষা এবং বন্দর সুবিধার্থে একটি বিশেষ সংস্থা, দ্য ব্যুরো অফ পোর্ট সিকিউরিটি গঠনের বৈঠকে অমিত শাহ

प्रविष्टि तिथि: 19 DEC 2025 12:40PM by PIB Kolkata

  নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর, ২০২৫

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ জলযান সুরক্ষা এবং বন্দর সুবিধা প্রতিবিধানে একটি বিশেষ সংস্থা, দ্য ব্যুরো অফ পোর্ট সিকিউরিটি গঠনে বৈঠক ডাকেন। বন্দর, জাহাজ এবং জলপথ দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী এবং অসামরিক বিমান চলাচল মন্ত্রী বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।


বৈঠকে শ্রী শাহ দেশজুড়ে বন্দর সুরক্ষায় এক বৃহৎ পরিকাঠামো গড়ে তোলার আহ্বান জানান। বাণিজ্য সম্ভাবনা, স্থানীয় এলাকা এবং অন্যান্য প্রাসঙ্গিক নির্ণায়কের ভিত্তিতে ঝুঁকি নিয়ন্ত্রণ সহ সুরক্ষা বন্দোবস্তকে বিভিন্ন ভাগে রূপায়ণের ওপরে জোর দিয়েছেন তিনি। দ্য ব্যুরো অফ পোর্ট সিকিউরিটি (বিওপিএস) একটি বিধিবদ্ধ সংস্থা হিসেবে নতুন লাগু হওয়া মার্চেন্ট শিপিং আইন ২০২৫-এর আওতার ১৩ নম্বর ধারার অধীনে গঠিত হবে। এই ব্যুরোর নেতৃত্বে থাকবেন একজন মহা নির্দেশক। সংস্থাটি বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রকের অধীনে গড়ে ওঠবে। জাহাজ সুরক্ষা এবং বন্দর সুবিধা সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালনে এই সংস্থা দায়বদ্ধ থাকবে। ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (বিসিএএস) মতন এই ব্যুরোকেও গড়ে তোলা হবে। প্রাথমিকভাবে এর নেতৃত্ব দেবে একজন আইপিএস আধিকারিক (পে লেভল - ১৫) । একবছরের সময়সীমা শেষে জাহাজ চলাচল মহানির্দেশক (ডিজিএস/ডিজিএমএ) এই বিওপিএস-এর মহা নির্দেশকের দায়িত্ব পালন করবেন। 


বিওপিএস-এর কাজ হবে সময় ধরে বিভিন্ন তথ্যের পর্যালোচনার পাশাপাশি সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্যের আদানপ্রদান। বিশেষ নজর দেওয়া হবে সাইবার সুরক্ষা, বন্দরের তথ্য প্রযুক্তিকে ডিজিটাল হুমকি থেকে সুরক্ষা বিধান। বন্দর সুরক্ষা পরিকাঠামোকে সুরক্ষিত করতে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) যা বন্দর সুরক্ষায় একটা নিরাপত্তা সংস্থা হিসেবে স্বীকৃত তারা নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনা এবং বন্দর সুরক্ষার প্রস্তুতি তৈরি করবে। 


     
সিআইএসএফ-কে বন্দরের নিরাপত্তার কাজে নিযুক্ত বেসরকারি সুরক্ষা সংস্থাগুলি দক্ষতা বিকাশে প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। কেবলমাত্র লাইসেন্স প্রাপ্ত বেসরকারি সুরক্ষা সংস্থাগুলি যাতে এই ক্ষেত্রে নিযুক্ত হতে পারে তার নিশ্চয়তা বিধান করা হবে। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে যে, সমুদ্র বন্দর সুরক্ষা পরিকাঠামো থেকে অর্জিত শিক্ষাকে অসামরিক বিমান পরিষেবা ক্ষেত্রেও অনুরূপভাবে কাজে লাগানো হবে। 


SC / AB /AG


(रिलीज़ आईडी: 2206690) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam