প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওমান সফরে ফলাফলের তালিকা

प्रविष्टि तिथि: 18 DEC 2025 4:57PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর, ২০২৫


 

১) সর্বাত্মক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি 
-    ঘনিষ্ঠ অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের বৃহত্তর শক্তিশালী বিকাশ।
-    বাধা কমিয়ে এনে দুদেশের মধ্যে বাণিজ্যের প্রসার এবং স্থিতিশীল পরিকাঠামো গঠন।
-    অর্থনীতির যাবতীয় মূলগত ক্ষেত্রে সম্ভবনার সুযোগ তৈরি, অর্থনৈতিক বিকাশের পথকে প্রশস্ত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং সুদেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি 


২) সমুদ্র ঐতিহ্য এবং সংগ্রহালয়  ক্ষেত্রে সমঝোতা পত্র 
-    সমুদ্র সংগ্রহালয় গড়তে সহযোগিতামূলক অংশীদারিত্ব স্থাপন সহ লোথালে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স স্থাপন।
-    শিল্প সামগ্রী ও দক্ষতা বিনিময়, যৌথ প্রদর্শনী, গবেষণা এবং উভয়ের সামুদ্রিক ঐতিহ্য প্রসারে দক্ষতা গড়ে তোলা, পর্যটন প্রসার এবং দ্বিপাক্ষিক, সাংস্কৃতিক সম্বন্ধকে শক্তিশালী করা।  

৩) কৃষি এবং সহযোগী ক্ষেত্রগুলিতে সমঝোতা পত্র 
-    প্রাণীসম্পদ, মৎসচাষের-এর মতো সহযোগী ক্ষেত্রগুলি সহ কৃষিক্ষেত্রে নানাবিধ নথি কাঠামো গড়ে তোলা – কৃষিবিজ্ঞান এবং প্রযুক্তি, বাগিচা ক্ষেত্রের প্রসার, সুসংহত চাষ ব্যবস্থা ও ক্ষুদ্র সেচের ক্ষেত্রে সহযোগিতা প্রসার। 

৪) উচ্চশিক্ষা ক্ষেত্রে সমঝোতা পত্র 
-    যৌথ গবেষণা ক্ষেত্রে বিশেষজ্ঞ, গবেষক এবং ফ্যাকাল্টি বিনিময় বিশেষত ফলিত গবেষণায়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট মানব এবং সামাজিক অর্থনৈতিক উন্নয়ন লক্ষ্যের প্রসারে প্রয়োজনীয় জ্ঞান এবং উদ্ভাবনের বিস্তার ঘটানো    

৫) মিলেট চাষ ও কৃষি খাদ্য উদ্ভাবনে সহযোগিতায় এক্সিকিউটিভ প্রোগ্রাম 
-    ওমানে সহায়ক কৃষি জলবায়ু পরিস্থিতিতে মিলেট চাষ ও গবেষণা প্রসার এবং ভারতে বৈজ্ঞানিক দক্ষতায় সহযোগিতা কাঠামো স্থাপন 

৬) সামুদ্রিক সহযোগিতা ক্ষেত্রে যৌথ ভিশন ডকুমেন্ট গ্রহণ 
-    আঞ্চলিক সামুদ্রিক সুরক্ষা, নীল অর্থনীতি এবং সামুদ্রিক সম্পদের সুস্থায়ী ব্যবহারের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ  

 


SC / AB /AG


(रिलीज़ आईडी: 2206555) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam